নারায়ণগঞ্জে ফেরি থেকে ট্রাকসহ ৫ যান ধলেশ্বরী নদীতে; নিহত ৩
নারায়ণগঞ্জ সদর উপজেলার ফতুল্লায় ধলেশ্বরী নদীতে ফেরিতে থাকা একটি ট্রাকের ইঞ্জিন হঠাৎ চালু করার পর নিয়ন্ত্রণ হারিয়ে ট্রাকের ধাক্কায় ওই ট্রাকসহ পাঁচটি যান নদীতে পড়ে যাওয়ার ঘটনায় তিনজনের মৃত্যু হয়েছে।
শনিবার (২০ ডিসেম্বর) রাত সাড়ে ৯টার দিকে সদর উপজেলার বক্তাবলী ও নরসিংপুর ঘাটের মাঝামাঝি এলাকায় এই ঘটনা ঘটে।
বক্তাবলী নৌ-পুলিশ ফাঁড়ির পরিদর্শক রকিবুজ্জামান বলেন, 'ট্রাকটি হঠাৎ নিজেই স্টার্ট হয়ে নিয়ন্ত্রণ হারিয়ে ফেরির রেলিং ভেঙে যানবাহনসহ নদীতে পড়ে যায়। রফিক নামে একজন হাসপাতালে মারা গেছেন এবং স্বাধীন ও মাসুদ নামের দুইজন নিখোঁজ থাকলে ঘটনাস্থল থেকে তাদের মরদেহ উদ্ধার করা হয়।'
পুলিশ আরও জানায়, শনিবার রাত সাড়ে নয়টার দিকে নরসিংপুর ঘাট থেকে ছেড়ে আসা একটি ফেরি বক্তাবলী ঘাটের দিকে যাচ্ছিল। ফেরিটি মাঝনদীতে পৌঁছালে এতে থাকা একটি ট্রাক হঠাৎ চালু (স্টার্ট) হয়ে যায় এবং নিয়ন্ত্রণ হারিয়ে সামনে থাকা দুটি ব্যাটারিচালিত অটোরিকশা, একটি মোটরসাইকেল ও একটি রিকশা ভ্যানকে সজোরে ধাক্কা দেয়। ধাক্কায় ফেরির রেলিং ভেঙে ট্রাকসহ পাঁচটি যানবাহনই নদীতে পড়ে যায়।
এ ঘটনায় মোটরসাইকেল আরোহী রফিক গুরুতর আহত হন। তাকে উদ্ধার করে হাসপাতালে নেওয়া হলে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
এদিকে ঘটনার পর রিকশা ভ্যানচালক স্বাধীন (২৫) ও মাসুদ নামে আরও দুই নিখোঁজ ব্যাক্তির মরদেহ উদ্ধার করে নৌপুলিশ। দুর্ঘটনার পরপরই ফেরির কয়েকজন যাত্রী ও চালক সাঁতরে তীরে উঠতে সক্ষম হলেও এই দুজন নিখোঁজ ছিলেন। খবর পেয়ে রাতেই নৌ-পুলিশ ও ফায়ার সার্ভিস উদ্ধার কাজ শুরু করে।
