Skip to main content
  • মূলপাতা
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Saturday
December 13, 2025

Sign In
Subscribe
  • মূলপাতা
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
SATURDAY, DECEMBER 13, 2025
এইচআরএসএসের মাসিক প্রতিবেদন: নভেম্বরে ৯৬ রাজনৈতিক সহিংসতায় নিহত ১২, আহত ৮৭৪

বাংলাদেশ

টিবিএস রিপোর্ট
03 December, 2025, 09:25 pm
Last modified: 03 December, 2025, 09:52 pm

Related News

  • পাকিস্তান-আফগানিস্তান সীমান্তে ফের গোলাগুলি, ৪ বেসামরিক নিহত
  • ফরিদপুরের ভাঙ্গায় বাসচাপায় মা-সন্তানসহ নিহত ৪
  • রাজধানীর জুরাইনে দুর্বৃত্তদের গুলিতে সিএনজি চালক নিহত
  • শ্রীলঙ্কায় ভয়াবহ বন্যা ও ভূমিধস: মৃতের সংখ্যা বেড়ে ৩৩০, জরুরি অবস্থা ঘোষণা
  • কুড়িগ্রামে জমি নিয়ে সংঘর্ষ: নারীসহ নিহত ৩

এইচআরএসএসের মাসিক প্রতিবেদন: নভেম্বরে ৯৬ রাজনৈতিক সহিংসতায় নিহত ১২, আহত ৮৭৪

এইচআরএসএসের তথ্যমতে, দেশে ২০টি গণপিটুনী ও মব সহিংসতায় ১৬ জনকে হত্যা ও ১১ জনকে পিটিয়ে আহত করা হয়েছে।  আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর হেফাজতে ২ জনের মৃত্যু, কারাগারে ৩ জন সাজাপ্রাপ্ত কয়েদী ও ৯ জন হাজতির মৃত্যু হয়েছে।
টিবিএস রিপোর্ট
03 December, 2025, 09:25 pm
Last modified: 03 December, 2025, 09:52 pm
অলঙ্করণ: টিবিএস

চলতি বছরের নভেম্বর মাসে সারাদেশে ৯৬টি রাজনৈতিক সহিংসতার ঘটনা ঘটেছে। এসব ঘটনায় ১২জন নিহত এবং ৮৭৪ জন আহত হয়েছেন। এছাড়া শুধু আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে নির্বাচনি সহিংসতায় দুইজন নিহত হয়েছে। পাশাপাশি মনোনয়ন কেন্দ্রীক সম্ভাব্য প্রার্থী এবং বঞ্চিত প্রার্থীদের কর্মী-সমর্থকের মধ্যে সংঘর্ষ, হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনায় ২৬২ জন আহত হয়েছে।

বুধবার (৩ ডিসেম্বর) হিউম্যান রাইটস সাপোর্ট সোসাইটি'র (এইচআরএসএস)- মাসিক মানবাধিকার পর্যবেক্ষণ প্রতিবেদনে এসব তথ্য উঠে এসেছে।

প্রতিবেদনে দেশের সার্বিক মানবাধিকার পরিস্থিতি নিয়ে উদ্বেগও জানিয়েছে মানবাধিকার সংস্থাটি।

এইচআরএসএসের মানবাধিকার পর্যবেক্ষণ প্রতিবেদনে বলা হয়, নির্বাচনি সহিংসতা ছাড়াও নভেম্বর মাসে ৯৬টি রাজনৈতিক সহিংসতার ঘটনা ঘটেছে। এতে ১২ জন নিহত ও ৮৭৪ জন আহত হয়েছে। এর মধ্যে বিএনপির অন্তর্কোন্দলের ৪২টি ঘটনায় আহত হয়েছেন অন্তত ৫১২ জন এবং নিহত হয়েছেন ১০ জন। 

এছাড়া, বিএনপি ও আওয়ামী লীগের মধ্যে ৯টি সংঘর্ষের ঘটনা আহত হয়েছেন ৫২ জন, বিএনপি ও জামায়াতের মধ্যে ৬টি সংঘর্ষের ঘটনায় আহত হয়েছেন ৪১ জন, বিএনপি ও অন্যান্য দলের মধ্যে ১৫টি সংঘর্ষের ঘটনায় আহত হয়েছেন ১৫৫ জন এবং ২৪টি সংঘর্ষের ঘটনা ঘটেছে বিভিন্ন দলের মধ্যে। এতে আহত হয়েছেন ১১৪ জন এবং নিহত হয়েছেন ২ জন।

নিহত ১২ জনের মধ্যে ১১ জন বিএনপির ও ১ জন জেএসএস গ্রুপের বলে জানিয়েছে এইচআরএসএস।

এইচআরএসএসের প্রতিবেদনে আরও বলা হয়, সারাদেশে ২৩টি ঘটনায় ৩৬ জন সাংবাদিককে নির্যাতন ও হয়রানি করা হয়েছে। এসব ঘটনায় ২২ জন আহত, ১১ জন সাংবাদিককে হুমকি ও ১ জনকে গ্রেপ্তার করা হয়েছে।

এছাড়া দুইটি হয়রানিমূলক মামলায় ২ জন সাংবাদিককে অভিযুক্ত করে মামলা দায়ের করা হয়েছে। এছাড়া সাইবার সুরক্ষা অধ্যাদেশ-২০২৫- এর অধীনে নভেম্বর মাসে দায়েরকৃত ৭টি মামলায় ৯ জনকে গ্রেপ্তার ও ২৭ জনের বিরূদ্ধে মামলা হয়েছে।

এদিকে, নভেম্বর মাসে দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতিও অবনতির দিকে ছিল বলে এইচআরএসএসের মানবাধিকার পর্যবেক্ষণ প্রতিবেদনে বলা হয়েছে।

এইচআরএসএসের তথ্যমতে, দেশে ২০টি গণপিটুনী ও মব সহিংসতায় ১৬ জনকে হত্যা ও ১১ জনকে পিটিয়ে আহত করা হয়েছে। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর হেফাজতে ২ জনের মৃত্যু, কারাগারে ৩ জন সাজাপ্রাপ্ত কয়েদী ও ৯ জন হাজতির মৃত্যু হয়েছে। অপরদিকে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও আওয়ামী লীগের নেতা-কর্মী এবং বিভিন্ন সন্ত্রাসবিরোধী আইনের ধারায় কমপক্ষে ৩৮টি মামলা হয়েছে। এ সব মামলায় ১ হাজার ১৬৬ জনের নাম উল্লেখ করে এবং ২ হাজার ৩০১ জনকে অজ্ঞাতনামা আসামি করা হয়েছে।

ওই মাসে রাজনৈতিক মামলায় কমপক্ষে ১ হাজার ৯৯৩ জনকে গ্রেপ্তার করা হয়েছে, যেখানে আওয়ামী লীগের নেতা-কর্মী অন্তত ১ হাজার ৭১৪ জন এবং বিএনপির নেতা-কর্মী ৩৬ জন।

এছাড়া, সারাদেশে যৌথবাহিনীর বিশেষ অভিযানে ৬ হাজারের অধিক ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে, যাদের অধিকাংশই আওয়ামী লীগ, যুবলীগ, স্বেচ্ছাসেবক লীগ ও নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের নেতা-কর্মী।

নভেম্বর মাসে শিশু ও নারী সহিংসতার প্রতিবেদনে এইচআরএসএস জানায়, ১৭৭ জন নারী ও কন্যাশিশু নির্যাতনের শিকার হয়েছেন। এর মধ্যে ধর্ষণের শিকার হয়েছেন ৪৮ জন (২৫ জন শিশু ও কিশোরী) এবং ১৩ জন নারী ও কন্যা শিশু গণধর্ষনের শিকার হয়েছেন। এমনকি ২ জনকে ধর্ষণের পর হত্যা করা হয়েছে। ৩৬ জন নারী ও কন্যাশিশু যৌন নিপীড়নের শিকার হয়েছেন। এর মধ্যে ১১ জন শিশু। 

এছাড়া, যৌতুকের জন্য নির্যাতনের ঘটনায় নিহত হয়েছেন ৩ জন এবং আহত হয়েছেন ৫ জন নারী। পারিবারিক সহিংসতার শিকার হয়ে নিহত হয়েছেন ২৯ জন, আহত হয়েছেন ৩২ জন এবং আত্মহত্যা করেছেন ২৪ জন নারী। 

অন্যদিকে, সারাদেশে বিভিন্ন ঘটনায় ১০৩ জন শিশু নির্যাতনের শিকার হয়েছেন, যাদের মধ্যে ২০ জন প্রাণ হারিয়েছেন এবং ৮৩ জন শিশু শারীরিক ও মানসিক নির্যাতনের শিকার হয়েছেন। নভেম্বর মাসে ২৫টি শ্রমিক নির্যাতনের ঘটনায় ৪ জন নিহত ও ৭৬ জন আহত হয়েছেন।

এছাড়া, অস্বাস্থ্যকর পরিবেশ এবং শ্রমিকদের সুরক্ষামূলক সরঞ্জামের অভাবে দুর্ঘটনায় ১৪ জন শ্রমিক কর্মক্ষেত্রে মারা গেছেন বলে প্রতিবেদনে জানানো হয়।

তাছাড়া নভেম্বর মাসে ভারত-বাংলাদেশ সীমান্তে ৩টি হামলার ঘটনায় বিএসএফ কর্তৃক ১ জন বাংলাদেশী নিহত ও ৪ জন আহত হয়েছেন। বাংলাদেশ-মিয়ানমার সীমান্তের কক্সবাজারের টেকনাফে বঙ্গোপসাগরের জলসীমা থেকে আরাকান আর্মি কর্তৃক ৪টি ট্রলারসহ ২৬ জন জেলেকে আটক করা হয়েছে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।

নির্বাচন আসার পূর্বেই রাজনৈতিক সহিংসতা ও দলীয় অন্তর্কোন্দলে নির্বাচনি সহিংসতায় হতাহতের ঘটনাসহ সার্বিক মানবাধিকার পরিস্থিতি নিয়ে গভীর উদ্বেগ জানিয়েছেন হিউম্যান রাইটস সাপোর্ট সোসাইটির নির্বাহী পরিচালক ইজাজুল ইসলাম।

তিনি বলেন, সাম্প্রতিক সময়ে হেফাজতে মৃত্যু, রাজনৈতিক উত্তেজনা, নির্বাচনী সহিংসতা এবং মতপ্রকাশের স্বাধীনতায় হস্তক্ষেপ-এসব বিষয় সমাধান করা না হলে মানবাধিকার পরিস্থিতি আরও অবনতির দিকে যেতে পারে।

এজন্য দেশে আইনের শাসন প্রতিষ্ঠা, গণতান্ত্রিক প্রক্রিয়া শক্তিশালী করা এবং মানবাধিকার সুরক্ষার জন্য রাষ্ট্র ও সমাজের সব স্তরে সমন্বিত উদ্যোগ প্রয়োজন।

মানবাধিকার রক্ষায় আরও জবাবদিহিমূলক ও দায়িত্বশীল পদক্ষেপ গ্রহণের আহ্বান জানিয়ে ইজাজুল ইসলাম বলেন, রাজনৈতিক দল, সুশীল সমাজ, সাংবাদিক, মানবাধিকার সংগঠন এবং সচেতন নাগরিকদের সঙ্গে গঠনমূলক সংলাপের মাধ্যমে একটি অন্তর্ভুক্তিমূলক পরিবেশ তৈরি করতে হবে, যাতে আইনশৃঙ্খলা পরিস্থিতি দৃঢ় হয় এবং মানুষের মৌলিক ও সাংবিধানিক অধিকার কার্যকরভাবে নিশ্চিত হয়।

এ সময় দেশের সার্বিক মানবাধিকার রক্ষায় সরকারের পাশাপাশি সকল নাগরিক, গণমাধ্যমকর্মী, সুশীল সমাজ ও মানবাধিকার সংগঠনের প্রতি অধিক সোচ্চার ও সক্রিয় ভূমিকা পালনের অনুরোধ জানান তিনি।

Related Topics

টপ নিউজ

এইচআরএসএস / রাজনৈতিক সহিংসতা / নিহত / নির্বাচনি সহিংসতা

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ছবি: সংগৃহীত
    মুক্তিযোদ্ধা চাচাকে বাবা বানিয়ে বিসিএস ক্যাডার হওয়া কামাল ও তার পরিবারের দেশত্যাগে নিষেধাজ্ঞা
  • যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও। ছবি: রয়টার্স
    ‘অপচয়মূলক’ ক্যালিব্রি বাদ দিয়ে কূটনীতিকদের টাইমস নিউ রোমান ফন্টে ফিরে যাওয়ার নির্দেশ দিলেন রুবিও
  • রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন। ফাইল ছবি: সংগৃহীত
    ‘অপমানবোধ’ করছেন, ভোটের পরে সরে যেতে চান রাষ্ট্রপতি: রয়টার্স 
  • ছবি: ভিডিও থেকে নেওয়া
    ডাকসু নেতার ধাওয়া: দৌড়ে পালালেন ঢাকা বিশ্ববিদ্যালয় শিক্ষক আ ক ম জামাল
  • ছবি: আনস্প্ল্যাশ
    বিশ্বের দীর্ঘতম ফ্লাইট চালু, আকাশে উড়বে টানা ২৯ ঘণ্টা
  • ছবি: টিবিএস
    মোহাম্মদপুরে মা-মেয়ে হত্যা: গলার পোড়া দাগের সূত্র ধরে যেভাবে ধরা পড়লেন আয়েশা

Related News

  • পাকিস্তান-আফগানিস্তান সীমান্তে ফের গোলাগুলি, ৪ বেসামরিক নিহত
  • ফরিদপুরের ভাঙ্গায় বাসচাপায় মা-সন্তানসহ নিহত ৪
  • রাজধানীর জুরাইনে দুর্বৃত্তদের গুলিতে সিএনজি চালক নিহত
  • শ্রীলঙ্কায় ভয়াবহ বন্যা ও ভূমিধস: মৃতের সংখ্যা বেড়ে ৩৩০, জরুরি অবস্থা ঘোষণা
  • কুড়িগ্রামে জমি নিয়ে সংঘর্ষ: নারীসহ নিহত ৩

Most Read

1
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

মুক্তিযোদ্ধা চাচাকে বাবা বানিয়ে বিসিএস ক্যাডার হওয়া কামাল ও তার পরিবারের দেশত্যাগে নিষেধাজ্ঞা

2
যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

‘অপচয়মূলক’ ক্যালিব্রি বাদ দিয়ে কূটনীতিকদের টাইমস নিউ রোমান ফন্টে ফিরে যাওয়ার নির্দেশ দিলেন রুবিও

3
রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন। ফাইল ছবি: সংগৃহীত
বাংলাদেশ

‘অপমানবোধ’ করছেন, ভোটের পরে সরে যেতে চান রাষ্ট্রপতি: রয়টার্স 

4
ছবি: ভিডিও থেকে নেওয়া
বাংলাদেশ

ডাকসু নেতার ধাওয়া: দৌড়ে পালালেন ঢাকা বিশ্ববিদ্যালয় শিক্ষক আ ক ম জামাল

5
ছবি: আনস্প্ল্যাশ
আন্তর্জাতিক

বিশ্বের দীর্ঘতম ফ্লাইট চালু, আকাশে উড়বে টানা ২৯ ঘণ্টা

6
ছবি: টিবিএস
বাংলাদেশ

মোহাম্মদপুরে মা-মেয়ে হত্যা: গলার পোড়া দাগের সূত্র ধরে যেভাবে ধরা পড়লেন আয়েশা

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2025
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net