ইরানের বিক্ষোভে কয়েক হাজার নিহতের কথা স্বীকার করলেন খামেনি, বললেন দায়ী 'যুক্তরাষ্ট্র ও ইসরায়েল'
ইরানের বিক্ষোভে কয়েক হাজার মানুষের মৃত্যুর কথা স্বীকার করে দেশটির সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি বলেছেন, যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সঙ্গে যুক্ত অপশক্তিরাই ইরানে সরকারবিরোধী বিক্ষোভে 'হাজার হাজার' মানুষ হত্যার ঘটনায় দায়ী।
আজ শনিবার খামেনি বলেন, ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের সঙ্গে যুক্ত ব্যক্তিরা বিক্ষোভের সময় ইরানের বহু ক্ষয়ক্ষতি করেছে এবং কয়েক হাজার মানুষ হত্যা করেছে। এই বিক্ষোভের কারণে দুই সপ্তাহেরও বেশি সময় ধরে ইরানে অস্থিরতা ছিল।
তিনি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে 'অপরাধী'হিসেবে আখ্যায়িত করেন এ সহিংসতায় সরাসরি জড়িত থাকার জন্য যুক্তরাষ্ট্র ও ইসরায়েলকে দোষারোপ করেন।
খামেনির বরাত দিয়ে ইরানের রাষ্ট্রীয় গণমাধ্যমের খবরে বলা হয়েছে, 'এবারের সরকারবিরোধী বিক্ষোভ এ কারণে আলাদা যে এতে মার্কিন প্রেসিডেন্ট ব্যক্তিগতভাবে ষড়যন্ত্রে জড়িত ছিলেন।'
ইরানের কর্তৃপক্ষ বারবার বলছে, এই অস্থিরতার পেছনে বিদেশি শক্তির হাত রয়েছে। তারা বিশেষ করে ইসরায়েল ও যুক্তরাষ্ট্রকে দায়ী করছেন, যারা ইরানে অস্থিরতা তৈরি ও ভেতরে ভেতরে অপারেশন চালাচ্ছে বলে অভিযোগ তাদের।
খামেনি সতর্ক করে বলেন, ইরান সীমান্তের বাইরে সংঘাত বাড়াবে না। তবে যারা দায়ী, তাদের শাস্তি পেতে হবে।
'আমরা দেশকে যুদ্ধে জড়াব না, কিন্তু দেশি বা বিদেশি অপরাধীদের ছাড়ও দেব না', বলেন খামেনি।
