লটারিতে জিম মরিসন, অস্কার ওয়াইল্ডের পাশে কবরের জায়গা পাওয়ার সুযোগ প্যারিসের বাসিন্দাদের
ইতিহাসের পাতায় নাম লেখানো বিখ্যাত শিল্পীদের পাশে চিরনিদ্রায় শায়িত হওয়ার এক সুযোগ এসেছে প্যারিসের নাগরিকদের জন্য। 'দ্য ডোরস' ব্যান্ডের কিংবদন্তি শিল্পী জিম মরিসন, বিখ্যাত লেখক অস্কার ওয়াইল্ড এবং ফ্রান্সের জনপ্রিয় গায়িকা এডিথ পিয়াফের মতো তারকাদের পাশে সমাধিস্থ হওয়ার জায়গা পেতে প্যারিস শহর কর্তৃপক্ষ একটি বিশেষ লটারি চালু করেছে।
প্যারিসের তিনটি বিখ্যাত সমাধিস্থল—প্যার-লাশেজ, মঁপারনাস ও মঁমার্ত্রে এর ভাঙাচোরা সমাধিস্মৃতিগুলো সংস্কারের জন্য এই উদ্যোগ নেওয়া হয়েছে।
এই লটারির মাধ্যমে নির্বাচিত আবেদনকারীরা প্রতিটি কবরের জন্য ৪ হাজার ইউরো (প্রায় ৩ হাজার ৫০০ পাউন্ড) খরচ করে সেই সমাধি সংস্কার করবেন এবং তার পাশে একটি নতুন সমাধি স্থাপনের অধিকার পাবেন।
প্যারিস কাউন্সিলের মতে, এর মাধ্যমে একদিকে মৃতদের প্রতি সম্মান বজায় থাকবে, অন্যদিকে নাগরিকদের জন্য শহরের মধ্যেই শেষ ঠিকানা পাওয়ার সুযোগ তৈরি হবে।
প্যারিস কাউন্সিল জানিয়েছে, শহরের সীমানার মধ্যে কবরের জায়গা খুবই সীমিত। ২০ শতকের শুরু থেকেই অধিকাংশ সমাধিস্থল পূর্ণ।
সাধারণত, সেখানকার সমাধি ও স্মৃতিস্তম্ভের রক্ষণাবেক্ষণের দায়িত্ব পরিবারের। কিন্তু অনেক পরিবারই তা করতে পারেন না, ফলে অসংখ্য সমাধি পরিত্যক্ত ও ধ্বংসপ্রায় হয়ে পড়ে থাকে।
এসব ধ্বংসপ্রায় স্মৃতিস্তম্ভ সরানোও কঠিন, কারণ এগুলো সংরক্ষিত ঐতিহ্যবাহী স্থান হিসেবে চিহ্নিত। গত এপ্রিল মাসে সর্বসম্মতিক্রমে অনুমোদিত এই নতুন কর্মসূচির মাধ্যমে শহর কর্তৃপক্ষ শ্মশানগুলোর সংস্কার ও সংরক্ষণে এগিয়ে যেতে চাইছে।
এই সমাধিস্থলগুলো পর্যটকদের কাছেও অত্যন্ত জনপ্রিয়, কারণ এখানে চিরনিদ্রায় শায়িত আছেন অসংখ্য কিংবদন্তি। প্যার-লাশেজে জিম মরিসন, এডিথ পিয়াফ ও অস্কার ওয়াইল্ড ছাড়াও আছেন ফরাসি সাহিত্যিক মার্সেল প্রুস্ট এবং পোলিশ সঙ্গীতজ্ঞ ফ্রেডেরিক চপিন।
মঁপারনাসে শায়িত রয়েছেন লেখক জঁ-পল সার্ত্র, সিমোন দে বোভোয়ার, স্যামুয়েল বেকেট এবং গায়ক সার্জ গেইনসবুর্গ।
মঁমার্ত্রে সমাধিস্থ আছেন চিত্রশিল্পী এডগার ডেগাস, লেখক এমিল জোলো এবং ফরাসি নিউ ওয়েভ পরিচালক ফ্রঁসোয়া ত্রুফো। তবে কাউন্সিল নিশ্চিত করেছে, কোনো বিখ্যাত সমাধি এই কর্মসূচির আওতায় বিক্রি হবে না।
এই সুযোগ কেবল বর্তমানে প্যারিসে বসবাসরত নাগরিকদের জন্য উন্মুক্ত। বিপুল আগ্রহের কারণেই লটারি পদ্ধতিতে এই কর্মসূচি চালানোর সিদ্ধান্ত নিয়েছে কাউন্সিল। আগামী জানুয়ারিতে লটারির ড্র অনুষ্ঠিত হবে।
তবে ঐতিহাসিক সমাধিস্থলগুলোতে স্থান পাওয়া বিজয়ীদের জন্য বেশ ব্যয়বহুল হতে পারে। শর্ত অনুযায়ী, বিজয়ীদের যে স্মৃতিস্তম্ভটি দেওয়া হবে, সেটি ছয় মাসের মধ্যে সংস্কার করতে হবে।
যদি কোনো শর্ত পূরণ না হয়, তাহলে সই বিক্রি বাতিল হবে এবং ক্রেতারা তাদের অর্থ ফেরত পাবেন না।
প্লটগুলো নির্দিষ্ট মেয়াদের জন্য বা স্থায়ীভাবে ভাড়া নেওয়া যায়। বিবরণ অনুযায়ী, ১০ বছরের লিজের জন্য প্লটের খরচ প্রায় ৯৭৬ ইউরো, ৩০ বছরের জন্য ৩ হাজার ৩৫৪ ইউরো এবং ৫০ বছরের জন্য ৫ হাজার ২৬০ ইউরো। লিজ শেষ হলে এবং নবায়ন না করলে, প্লট পুনরায় বিক্রি বা ব্যবহার করা যেতে পারে।
স্থায়ীভাবে প্লট কেনার জন্য খরচ পড়বে ১৭ হাজার ৬৬৮ ইউরো।
