সমকামিতার দায়ে বাতিল হয়েছিল অস্কার ওয়াইল্ডের রিডার্স কার্ড, ১৩০ বছর পর ফেরত দিল ব্রিটিশ লাইব্রেরি
'অশ্লীলতার' দায়ে দোষী সাব্যস্ত হওয়ার ১৩০ বছর পর 'ভুল শুধরে' আইরিশ লেখক অস্কার ওয়াইল্ডকে সম্মান জানাল ব্রিটিশ লাইব্রেরি। ১৮৯৫ সালে বাতিল করা রিডার্স কার্ডটি পুনরায় ইস্যু করার মাধ্যমে ঐতিহাসিক ভুল শোধরাল প্রতিষ্ঠানটি। নতুন কার্ডটি লেখকের ১৭১তম জন্মদিনে গ্রহণ করেছেন তার নাতি লেখক মের্লিন হল্যান্ড।
১৮৯৫ সালে সমকামিতার অভিযোগে অস্কার ওয়াইল্ডকে দুই বছরের সশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছিল। সেই সময় সমকামিতা ফৌজদারি অপরাধ হিসেবে গণ্য হতো।
এই সাজার পরই তৎকালীন ব্রিটিশ মিউজিয়াম রিডিং রুম (বর্তমানে ব্রিটিশ লাইব্রেরি) কর্তৃপক্ষ তার কার্ডটি বাতিল করে। ১৫ জুন ১৮৯৫ সালের ট্রাস্টির মিনিটস-এ কোনো মন্তব্য ছাড়াই ওয়াইল্ডের কার্ড বাতিলের সিদ্ধান্ত নথিভুক্ত করা হয়।
ব্রিটিশ লাইব্রেরি জানিয়েছে, অস্কার ওয়াইল্ড যে অবিচারের শিকার হয়েছিলেন, এই পদক্ষেপের মাধ্যমে তাকে স্বীকৃতি দেওয়া হলো।
বৃহস্পতিবার কার্ডটি গ্রহণ করে অস্কার ওয়াইল্ডের নাতি মের্লিন হল্যান্ড বলেন, অস্কার কারাগারে থাকার সময় তার কার্ডটি বাতিল করা হয়েছিল, তাই তিনি হয়তো বিষয়টি জানতেও পারেননি। জানলে হয়তো আরও কষ্ট পেতেন তিনি।
ব্রিটিশ লাইব্রেরির চেয়ার ডেম ক্যারল ব্ল্যাক বলেন, 'অস্কার ওয়াইল্ড ছিলেন উনিশ শতকের অন্যতম গুরুত্বপূর্ণ সাহিত্যিক।' তিনি আরও বলেন, 'তার কার্ড পুনরায় ইস্যু করার মাধ্যমে আমরা কেবল ওয়াইল্ডের স্মৃতিকে সম্মান জানাচ্ছি না, বরং তার প্রতি হওয়া অবিচার এবং সাজার ফলে তিনি যে অপরিসীম যন্ত্রণা ভোগ করেছেন, তাকেও স্বীকার করছি।'
ওয়াইল্ডের সবচেয়ে বিখ্যাত নাটক 'দ্য ইম্পর্টেন্স অফ বিয়িং আর্নেস্ট' এবং কারাগার থেকে তার প্রেমিক লর্ড আলফ্রেড ডগলাসকে লেখা চিঠি 'ডি প্রোফান্ডিস' সহ বহু গুরুত্বপূর্ণ পাণ্ডুলিপি ব্রিটিশ লাইব্রেরিতে সংরক্ষিত আছে।
মের্লিন হল্যান্ডের নতুন বই 'আফটার অস্কার: দ্য লেগাসি অফ এ স্ক্যান্ডাল' প্রকাশিত হওয়ার পরপরই এই উদ্যোগটি নেয়া হলো।
