গাজার যুদ্ধ পরবর্তী রূপান্তর নিয়ে প্যারিস বৈঠকে যোগ দেবেন মার্কো রুবিও

আগামীকাল বৃহস্পতিবার ফ্রান্সের রাজধানী প্যারিসে অনুষ্ঠিত হতে যাওয়া এক মন্ত্রী পর্যায়ের বৈঠকে যোগ দিতে যাচ্ছেন যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও। তিনটি কূটনৈতিক সূত্র এ তথ্য জানিয়েছে বার্তাসংস্থা রয়টার্সকে। এই বৈঠকে ইউরোপীয়, আরব ও অন্যান্য দেশের প্রতিনিধিরা অংশ নেবেন। যেখানে মূল আলোচনা হবে গাজায় যুদ্ধ পরবর্তী রূপান্তর প্রক্রিয়া নিয়ে।
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের গাজা পরিকল্পনা বাস্তবায়ন নিয়ে মিসরে যখন ইসরায়েল ও হামাসের মধ্যে পরোক্ষ আলোচনা চলমান, তার সমান্তরালেই হবে প্যারিসের এই বৈঠক। যার মূল লক্ষ্য হলো পরিকল্পনাটি কীভাবে কার্যকর করা হবে তা নির্ধারণ করা এবং অংশগ্রহণকারী দেশগুলোর যৌথ অঙ্গীকার মূল্যায়ন করা।
বৈঠকে অংশ নিতে চলা প্রতিনিধিদের পাঠানো এক নোটে বলা হয়েছে, এই বৈঠক জাতিসংঘে আয়োজিত "দুই রাষ্ট্র সমাধান" বিষয়ক সম্মেলনের ধারাবাহিকতা হিসেবে অনুষ্ঠিত হবে। বৈঠকে ট্রাম্প প্রশাসনের প্রস্তাবিত গাজা পরিকল্পনাকে বাস্তবায়নের জন্য যৌথ পদক্ষেপে ঐকমত্য গড়ে তোলার ওপর গুরুত্ব দেওয়া হবে।
"দুই রাষ্ট্র সমাধান" বলতে বোঝানো হয়েছে—ইসরায়েলের পাশাপাশি একটি স্বাধীন ফিলিস্তিনি রাষ্ট্রের প্রতিষ্ঠা।
এতে আরও উল্লেখ করা হয়, ওয়াশিংটনের অংশগ্রহণ মিশরে আলোচনায় অগ্রগতির ওপর নির্ভর করবে।
বৃহস্পতিবারের প্যারিস বৈঠকে অংশ নেবেন ফ্রান্স, যুক্তরাজ্য, জার্মানি, ইতালি, স্পেন, জর্ডান, কাতার, সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাত, ইন্দোনেশিয়া, তুরস্ক এবং কানাডার প্রতিনিধিরা।
এক ইউরোপীয় কূটনৈতিক কর্মকর্তা বলেন, "মার্কিন যুক্তরাষ্ট্রের উপস্থিতি অত্যন্ত গুরুত্বপূর্ণ।" অন্যদিকে, এক ইতালীয় কূটনৈতিক সূত্র ট্রাম্পের পরিকল্পনাকে "একমাত্র বাস্তবসম্মত উদ্যোগ" বলে বর্ণনা করে এর প্রতি সমর্থনের প্রয়োজনীয়তা তুলে ধরেন।
ফ্রান্সের কূটনৈতিক সূত্র রয়টার্সকে জানায়, যুক্তরাষ্ট্র ও ইসরায়েলকে বৈঠকের পরিকল্পনা ও আলোচ্যসূচি সম্পর্কে অবহিত করা হয়েছে। আলোচ্যসূচিতে থাকবে গাজায় মানবিক সহায়তা ও পুনর্গঠন, হামাসের নিরস্ত্রীকরণ, এবং ফিলিস্তিনি কর্তৃপক্ষ ও নিরাপত্তা বাহিনীর প্রতি সহায়তা জোরদার।
রয়টার্স যোগাযোগ করলে, প্যারিসে অবস্থিত মার্কিন দূতাবাস এ বিষয়ে তাৎক্ষণিক কোনো মন্তব্য করেনি।