'রোমান্স স্ক্যাম': 'ফরাসি সুন্দরীকে' বিয়ে করতে ৭০০ কিলোমিটার পথ পাড়ি দিলেন ৭৬ বছরের ভুক্তভোগী

একজন ৭৬ বছর বয়সী বেলজিয়ান ব্যক্তি ৭৬০ কিলোমিটার পথ পাড়ি দিয়ে ফ্রান্সের এক সৌন্দর্য প্রতিযোগিতার রানারআপের সঙ্গে দেখা করতে যান, ভেবেছিলেন তিনিই হবেন তার ভবিষ্যৎ স্ত্রী। কিন্তু গিয়ে বুঝতে পারেন, তিনি অনলাইন 'রোমান্স স্ক্যাম'-এর (প্রেমঘটিত প্রতারণা) শিকার হয়েছেন। খবর বিবিসির।
৯ জুলাই মিশেল নামের ওই ব্যক্তি ফ্রান্সের সাঁ-জুলিয়ান শহরে মডেল সোফি ভুজেলোর বাড়ির সামনে গিয়ে হাজির হন। তবে সেখানে তার সঙ্গে দেখা হয় মডেল সোফির স্বামী ফাবিয়েনের।
প্যারিস থেকে প্রায় ৪২০ কিলোমিটার দক্ষিণে অবস্থিত ওই এলাকায় গিয়ে সোফির স্বামীকে তিনি বলেন, 'আমি সোফি ভুজেলোর ভবিষ্যৎ স্বামী।' জবাবে ফাবিয়েন বলেন, 'আর আমি ওর বর্তমান স্বামী।'
মিশেল জানান, তিনি প্রতারকদের কাছে ৩০ হাজার ইউরো (প্রায় ৩৫ হাজার ডলার) দিয়েছেন এবং কয়েক সপ্তাহ ধরে মনে করছিলেন, সোফির সঙ্গেই তার প্রেমের সম্পর্ক চলছে।
পরে ওই দম্পতির সামনে দাঁড়িয়ে মিশেল বলেন, 'আমি একটা বোকা।'
৩৮ বছর বয়সী সোফি ভুজেলো এরপর মিশেলকে বোঝানোর চেষ্টা করেন, তিনি প্রতারণার শিকার হয়েছেন। দম্পতি তাঁকে পুলিশের কাছে অভিযোগ দিতে বলেন। তবে মিশেল আদৌ অভিযোগ করেছেন কি না, তা স্পষ্ট নয়।
মিশেলের এই দুর্ভাগ্যজনক ঘটনার কথা সামনে আসে, যখন সোফির স্বামী ফাবিয়েন তাদের সঙ্গে মিশেলের সেই সাক্ষাতের একটি ভিডিও অনলাইনে শেয়ার করেন।
চার বছর আগে স্ত্রীকে হারিয়েছেন মিশেল। গত কয়েক সপ্তাহ ধরে তিনি হোয়াটসঅ্যাপে কথা বলে আসছিলেন, ভেবে নিয়েছিলেন তিনি কথা বলছেন মিস লিমুজাঁ এবং ২০০৭ সালের মিস ফ্রান্স প্রতিযোগিতার প্রথম রানারআপ সোফি ভুজেলোর সঙ্গে।
উল্লেখ্য, রোমান্স স্ক্যাম বা প্রেমঘটিত প্রতারণা হলো এমন এক ধরনের অপরাধ, যেখানে প্রতারক ভুয়া প্রেমের সম্পর্কের অভিনয় করে এক ব্যক্তিকে অর্থ পাঠাতে বাধ্য করে।