ফ্লাইট এক্সপার্টের ওয়েবসাইট হঠাৎ বন্ধ, সিইওর বিরুদ্ধে দেশ ছেড়ে পালানোর অভিযোগ

অনলাইনে উড়োজাহাজের টিকিট বুকিংয়ে দেশের অন্যতম প্ল্যাটফর্ম ফ্লাইট এক্সপার্টের ওয়েবসাইট হঠাৎই বন্ধ হয়ে গেছে। এতে ব্যাপক উদ্বেগ দেখা দিয়েছে গ্রাহকদের মধ্যে। বিদ্যমান বুকিং ও নির্ধারিত সময়ে ভ্রমণ নিয়ে তারা আশঙ্কায় পড়েছেন।
ফ্লাইট এক্সপার্টের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) সালমান বিন রশিদ শাহ সায়ীম-এর বিরুদ্ধে দেশ ছেড়ে পালানোর অভিযোগ এনে মতিঝিল থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে।
কোম্পানিটির প্রতিনিধি সাঈদ আহমেদের করা জিডির তথ্যানুযায়ী, সালমান এজেন্সির হোয়াটসঅ্যাপ গ্রুপে জানান যে তিনি বাংলাদেশ ছেড়ে যাচ্ছেন। শনিবার কর্মীরা অফিসে এসে তাকে পাননি বলে জিডিতে উল্লেখ করা হয়।
জিডিতে আরও অভিযোগ করা হয়, গ্রাহক ও সরবরাহকারী উভয় পক্ষের সঙ্গে হওয়া বিপুল পরিমাণ আর্থিক লেনদেন এখন ঝুঁকির মুখে পড়েছে। এছাড়া ক্ষতিগ্রস্ত গ্রাহকরা অফিসের কিছু কর্মীকে হুমকি দিচ্ছেন।
মতিঝিল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মেজবাহ উদ্দিন অভিযোগ পাওয়ার বিষয়টি নিশ্চিত করে বলেন, পুলিশ ঘটনাটি তদন্ত করছে।
তিনি আরও বলেন, অন্য আরও কয়েকটি ট্রাভেল এজেন্সি ফ্লাইট এক্সপার্টের মাধ্যমে করা টিকিট বুকিং যাচাই (ভেরিফাই) করতে পারছে না বলে জানিয়েছে। এতে সম্ভাব্য আর্থিক কেলেঙ্কারির আশঙ্কা আরও বাড়িয়ে তুলেছে।
এজেন্সিটির ওয়েবসাইট এখনও বন্ধ রয়েছে। সালমানের সঙ্গে যোগাযোগের চেষ্টা করেও কোনো সাড়া মেলেনি।
পুলিশ আর্থিক অনিয়মের অভিযোগের কথা স্বীকার করলেও তদন্ত শেষ না হওয়া পর্যন্ত এ বিষয়ে বিস্তারিত কিছু জানাতে রাজি হয়নি।