খালেদা জিয়ার কণ্ঠ নকল করে চাঁদাবাজি: ৫ কোটি টাকা ও ১৩ ব্যাংক হিসাব ফ্রিজ

সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার কণ্ঠ নকল করে এবং নিজেকে তার লিয়াজোঁ অফিসার হিসেবে পরিচয় দিয়ে প্রতারণার মাধ্যমে অর্থ আত্মসাতের অভিযোগে মোতাল্লেস হোসেন ও তার স্বার্থসংশ্লিষ্ট ব্যক্তি ও প্রতিষ্ঠানের ১৩টি ব্যাংক হিসাব ফ্রিজ করা হয়েছে।
এসব ব্যাংক হিসাবে মোট ৫ কোটি ৩ লাখ টাকা অস্থায়ীভাবে ফ্রিজ করা হয়েছে।
সিআইডির বিশেষ পুলিশ সুপার (মিডিয়া) জসীম উদ্দিন খান স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে বৃহস্পতিবার (৩১ জুলাই) বলা হয়, আদালতের নির্দেশে এই ব্যাংক হিসাবগুলো ফ্রিজ করা হয়।
এতে আরও বলা হয়, সিআইডির প্রাথমিক অনুসন্ধানে অভিযুক্ত মোতাল্লেস হোসেন ও তার স্বার্থসংশ্লিষ্ট ব্যক্তি এবং প্রতিষ্ঠানের ব্যাংক হিসাবে প্রায় ২৬.৮৪ কোটি টাকার সন্দেহজনক লেনদেনের তথ্য মিলেছে।
এই বিপুল পরিমাণ অর্থের উৎস এবং এর সঙ্গে অর্থপাচার বা অন্য কোনো অবৈধ কর্মকাণ্ডের যোগসূত্র আছে কি না, তা খতিয়ে দেখা হচ্ছে বলেও জানানো হয় বিজ্ঞপ্তিতে। এ লক্ষ্যে মোতাল্লেসের স্থাবর সম্পত্তি ও অন্যান্য আর্থিক কার্যক্রমও তদন্তের আওতায় আনা হয়েছে।
প্রতারণার শিকার ব্যক্তিদের কাছ থেকে তথ্য সংগ্রহ এবং এই প্রতারক চক্রের সঙ্গে জড়িত অন্য সদস্যদের শনাক্ত করার জন্য সিআইডির অভিযান অব্যাহত রয়েছে বলেও জানানো হয়েছে।
প্রতারণায় ব্যবহৃত ফোন রেকর্ড, লেনদেনের রসিদ এবং অন্যান্য গুরুত্বপূর্ণ তথ্যপ্রমাণ সংগ্রহ ও বিশ্লেষণের মাধ্যমে পরবর্তী আইনি ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।