পোর্টল্যান্ডে ট্রাম্পের ন্যাশনাল গার্ড পাঠানোর সিদ্ধান্তে স্থগিতাদেশ দিলেন মার্কিন বিচারক

যুক্তরাষ্ট্রের ওরেগনের এক ফেডারেল বিচারক গত রোববার সাময়িকভাবে ডোনাল্ড ট্রাম্প প্রশাসনকে ন্যাশনাল গার্ডের সেনা পাঠিয়ে ওরেগনের পোর্টল্যান্ড শহরে টহল দেওয়া থেকে বিরত থাকার নির্দেশ দিয়েছেন। এ নির্দেশ ট্রাম্পের জন্য এক বড় ধাক্কা। তিনি ডেমোক্র্যাট নেতাদের আপত্তি সত্ত্বেও শহরগুলোতে সেনা মোতায়েনের পরিকল্পনা করেছিলেন।
যুক্তরাষ্ট্রের জেলা আদালতের বিচারক কারিন ইমারগাট এই রায় দেন। এর আগে, তিনি ট্রাম্পকে পোর্টল্যান্ডে ২০০ জন ওরেগন ন্যাশনাল গার্ড সেনা মোতায়েন করতে সাময়িকভাবে বাধা দেন। কিন্তু সেই সিদ্ধান্তের পর দিনই ট্রাম্প প্রশাসন ক্যালিফোর্নিয়া ও টেক্সাস থেকে সেনা পাঠানোর সিদ্ধান্ত নেয়।
বিচারক কারিন ইমারগাট বলেন, সাম্প্রতিক বিক্ষোভের জন্য ন্যাশনাল গার্ড সৈন্যদের উপস্থিতির প্রয়োজন ছিল এমন কোনও প্রমাণ নেই, তারা যেখান থেকেই আসুক না কেন।
রোববার রাতে এক শুনানিতে তিনি ট্রাম্প প্রশাসনের একজন আইনজীবীকে প্রশ্ন করেন, "কিভাবে ক্যালিফোর্নিয়া থেকে ফেডারেলাইজড ন্যাশনাল গার্ড আনা আমার গতকাল দেওয়া (নিষেধাজ্ঞা) সিদ্ধান্তের সরাসরি লঙ্ঘন নয়?"
ইমারগাটের এই রায় ১৯ অক্টোবর পর্যন্ত অন্তত কার্যকর থাকবে। এর অর্থ হচ্ছে, ট্রাম্প প্রশাসন পোর্টল্যান্ডে কোনও ন্যাশনাল গার্ড সেনা পাঠাতে পারবে না, যখন ওরেগন এবং ক্যালিফোর্নিয়া আদালতে দীর্ঘমেয়াদি রায়ের জন্য আবেদন করবে।
বিচারকের নির্দেশের বিষয়ে হোয়াইট হাউস বা পেন্টাগন থেকে কোনো তাৎক্ষণিক মন্তব্য পাওয়া যায়নি।
এর আগে রোববার পেন্টাগন জানিয়েছে যে তারা মার্কিন অভিবাসন ও শুল্ক প্রয়োগকারী এবং ফেডারেল আইন প্রয়োগ সহ সরকারি দায়িত্ব পালনকারী অন্যান্য ফেডারেল কর্মীদের সহায়তা করার জন্য এবং ফেডারেল সম্পত্তি রক্ষা করার জন্য" ওরেগনে ২০০ ক্যালিফোর্নিয়া ন্যাশনাল গার্ড সেনা পাঠাচ্ছে।
ন্যাশনাল গার্ডের সেনারা হলো রাজ্যভিত্তিক মিলিশিয়া বাহিনী। তাদের ফেডারেল সার্ভিসে ডাকা না হলে তারা সাধারণত তাদের রাজ্যের গভর্নরের নির্দেশ মেনে চলে। ট্রাম্প বলেছেন, পোর্টল্যান্ডে ইমিগ্রেশন কেন্দ্রে প্রতিবাদের প্রতিক্রিয়ায় তাদের সেখানে মোতায়েন করা প্রয়োজন।
ক্যালিফোর্নিয়ার গভর্নর গ্যাভিন নিউসম বলেন, বিচারকের আদেশের আগে সেনারা ইতোমধ্যেই পোর্টল্যান্ডের পথে ছিল।
নিউসম ট্রাম্প প্রশাসনের সমালোচনা করে বলেন, এটি "আইন এবং ক্ষমতার চরম অপব্যবহার" এবং প্রশাসন "নিঃসংশয়ভাবে আইনের শাসনকেই আক্রমণ করছে।"
আগে, ২ সেপ্টেম্বর, এক ফেডারেল বিচারক ট্রাম্প প্রশাসনকে ক্যালিফোর্নিয়ায় অপরাধ মোকাবিলায় মার্কিন সেনা ব্যবহারের ওপর নিষেধাজ্ঞা আরোপ করেছিলেন, কিন্তু প্রশাসনের আপিলের কারণে সেই রায় স্থগিত রয়েছে।
ফলস্বরূপ, ওরেগনের পথে যাওয়া ন্যাশনাল গার্ডের সেনারা এখনও ফেডারেল নিয়ন্ত্রণে এবং ট্রাম্পের অধীনে রয়েছেন।
স্থানীয় বাধা
ওরেগনে সেনা মোতায়েনের চেষ্টা ট্রাম্পের দ্বিতীয় মেয়াদে যুক্তরাষ্ট্রের সেনাবাহিনী ব্যবহারের সম্প্রসারণের সর্বশেষ উদাহরণ। এর আগে তিনি যুক্তরাষ্ট্রের সীমান্তে সেনা মোতায়েন করেছেন, এবং ভেনেজুয়েলার তীরের কাছে নৌকায় সন্দেহভাজন মাদক দমনে সেনা মোতায়েন করেছিলেন।
ন্যাশনাল গার্ডের সেনাদের ইতোমধ্যেই লস অ্যাঞ্জেলেস এবং ওয়াশিংটন, ডিসি-তে মোতায়েন করা হয়েছে, এবং ট্রাম্প ঘোষণা করেছেন যে তিনি কয়েকটি অন্যান্য শহরে সেনা পাঠাবেন, স্থানীয় কর্মকর্তাদের আপত্তি উপেক্ষা করেই।
রোববার ইলিনয়সের গভর্নর জে.বি. প্রিটজকার (ডেমোক্র্যাট) বলেন, ট্রাম্প টেক্সাস ন্যাশনাল গার্ডের ৪০০ সদস্যকে ইলিনয়স, ওরেগন এবং অন্যান্য শহরে পাঠাচ্ছেন। প্রিটজকার টেক্সাসের গভর্নরকে এই আদেশের সাথে সমন্বয় করতে অস্বীকার করার আহ্বান জানিয়েছেন।
ওরেগন এবং পোর্টল্যান্ড ট্রাম্পের ন্যাশনাল গার্ডকে ফেডারেলাইজ করার প্রচেষ্টার বিরুদ্ধে প্রতিক্রিয়া দেখিয়েছে। তারা যুক্তি দিয়েছেন যে ট্রাম্প তার অভিবাসন নীতির বিরুদ্ধে বিক্ষোভের হুমকিকে অতিরঞ্জিত করছেন যাতে রাজ্যের ইউনিটগুলো অবৈধভাবে দখলের ন্যায্যতা দেওয়া যায়।
তারা বলেন, ট্রাম্পের মোতায়েনের ফলে একাধিক ফেডারেল আইন লঙ্ঘন এবং রাজ্যের নিজস্ব নাগরিকদের পুলিশিং করার সার্বভৌম অধিকারকে ক্ষুণ্ন করে।
রোববার হোয়াইট হাউসে সাংবাদিকদের সঙ্গে কথা বলতে গিয়ে ট্রাম্প পোর্টল্যান্ডকে আইন শৃঙ্খলা নেই হিসেবে বর্ণনা করেন, এবং বলেন, "আপনাদের এখানে আন্দোলনকারী ও বিদ্রোহী আছে।"
বিচারক কারিন ইমারগাট, যিনি ট্রাম্পের প্রথম মেয়াদে নিয়োগপ্রাপ্ত ছিলেন, শনিবারের রায়ে বলেন, প্রেসিডেন্টকে সামরিক বিষয়ে "উচ্চ স্তরের মর্যাদা" দেওয়া উচিত হলেও তিনি মাঠের বাস্তবতা উপেক্ষা করতে পারবেন না।
তিনি সতর্ক করেছেন যে, যদি ট্রাম্পের আইনগত যুক্তি মেনে নেওয়া হয়, তবে তিনি "প্রায় যেকোনো সময়ে যেকোনো জায়গায় সামরিক সেনা পাঠাতে" পারতেন, যা নাগরিক এবং সামরিক ফেডারেল ক্ষমতার মধ্যে সীমারেখা অস্পষ্ট করতে পারে এবং শেষ পর্যন্ত দেশের ক্ষতি করতে পারে।
রোববার ট্রাম্প বলেন, তিনি জানেন না কোন বিচারক শনিবারের রায় দিয়েছেন, তবে যারা তাকে তার প্রথম মেয়াদে নিয়োগের পরামর্শ দিয়েছিলেন তারা তাকে "ভালোভাবে সেবা" দেননি। তিনি ইমারগাট নারী না পুরুষ তাও ভুল করেন এবং বলেন, "ওই বিচারকের নিজের প্রতি লজ্জা হওয়া উচিত।"
ট্রাম্প প্রশাসন রোববার ইমারগাটের ওরেগন ন্যাশনাল গার্ড সম্পর্কিত রায়ের আপিল করেছে, যুক্তি দিয়ে যে সুপ্রিম কোর্ট ২০০ বছর আগে সিদ্ধান্ত নিয়েছিল যে কংগ্রেস প্রেসিডেন্টকে ন্যাশনাল গার্ড ডাকার সিদ্ধান্ত দেওয়ার ক্ষমতা দিয়েছে।