হাইকোর্ট স্থগিতাদেশ প্রত্যাহারের পর বন্দরে বাড়তি শুল্ক পুনর্বহাল করলো সিপিএ
সর্বশেষ বিজ্ঞপ্তিতে সিপিএ নিশ্চিত করেছে যে স্থগিতাদেশ আর বহাল নেই। ফলে সেপ্টেম্বরের সংবিধিবদ্ধ আদেশে নির্ধারিত বর্ধিত শুল্ক কাঠামো এখন বন্দর কার্যক্রমের সব খাতে প্রয়োগ করা যাবে।
