আফতাবনগরে অস্থায়ী পশুর হাট বসানোর সিদ্ধান্তে হাইকোর্টের স্থগিতাদেশ
এর আগে গত ২৯ এপ্রিল মেরাদিয়া বাজারের পূর্ব পাশে খাল পাড়ের খালি জায়গায় অস্থায়ী পশুর হাট বসানোর সিদ্ধান্তেও তিন মাসের নিষেধাজ্ঞা দেন হাইকোর্ট।

প্রতীকী ছবি: বাসস
রাজধানীর আফতাবনগরে ঈদুল আজহা উপলক্ষে অস্থায়ী পশুর হাট বসানোর ওপর স্থগিতাদেশ দিয়েছেন হাইকোর্ট।
রোববার (৪ মে) এক রিট আবেদনের শুনানি শেষে বিচারপতি কাজী জিনাত হক ও বিচারপতি আইনুন নাহার সিদ্দিকার সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ রুলসহ এ আদেশ দেন। আদালতে রিটের পক্ষে শুনানি করেন আইনজীবী মো. ইউনুছ আলী আকন্দ।
গত ২৫ এপ্রিল আফতাবনগর আবাসিক এলাকায় পশুর হাট বসানোর জন্য ইজারা আহ্বান করে প্রকাশিত বিজ্ঞপ্তির বৈধতা চ্যালেঞ্জ করে হাইকোর্টে রিটটি দায়ের করা হয়।