ট্রাম্প নন, শান্তিতে নোবেল জিতলেন ভেনেজুয়েলার বিরোধীদলীয় নেতা মারিয়া কোরিনা মাচাদো
এ বছর শান্তিতে নোবেল পুরস্কার পেয়েছেন ভেনিজুয়েলার বিরোধীদলীয় নেতা মারিয়া কোরিনা মাচাদো। নোবেল কমিটি জানিয়েছে, ভেনিজুয়েলার জনগণের জন্য গণতান্ত্রিক অধিকার প্রচার এবং স্বৈরশাসন থেকে ন্যায়ভিত্তিক ও শান্তিপূর্ণ গণতন্ত্রে উত্তরণের সংগ্রামের জন্য তার অবিরাম সংগ্রামের স্বীকৃতিস্বরূপ এই সম্মাননা পেয়েছেন তিনি।
আজ শুক্রবার (১০ অক্টোবর) স্থানীয় সময় সকাল ১১টা ও বাংলাদেশ সময় বিকেল ৩টায় নরওয়ের রাজধানী অসলোর নোবেল ইনস্টিটিউট থেকে বিজয়ীর নাম ঘোষণা করা হয়। নোবেল কমিটির ভেরিফায়েড ফেসবুক পেজ এবং ইউটিউব লাইভে এই ঘোষণা সরাসরি সম্প্রচার করা হয়।
তবে এবারের পুরস্কারকে ঘিরে আলোচনার কেন্দ্রে ছিলেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। জানুয়ারিতে দ্বিতীয়বার ক্ষমতায় আসার পর থেকে প্রেসিডেন্ট ট্রাম্প দাবি করে আসছেন যে তিনি একাই বিশ্বের আটটি যুদ্ধের অবসান ঘটিয়েছেন। তিনি বারবার বলেছেন যে এ বছরের নোবেল পুরস্কারটি তারই প্রাপ্য এবং তিনি এ পুরস্কার না পেলে তা আমেরিকার জন্য 'বড় অপমান' হবে।
নরওয়ের নোবেল কমিটির বিবৃতিতে বলা হয়েছে, 'ভেনিজুয়েলা একসময় অপেক্ষাকৃত গণতান্ত্রিক ও সমৃদ্ধ দেশ ছিল, কিন্তু বর্তমানে এটি এক নিষ্ঠুর, কর্তৃত্ববাদী রাষ্ট্রে পরিণত হয়েছে, যা ভয়াবহ মানবিক ও অর্থনৈতিক সংকটে রয়েছে। সাধারণ মানুষ যখন চরম দারিদ্র্যের মধ্যে দিন কাটাচ্ছে, তখন মুষ্টিমেয় শাসক নিজেদের সম্পদ বাড়াচ্ছে। রাষ্ট্রের সহিংস দমনযন্ত্র দেশের নাগরিকদের ওপর প্রয়োগ করা হচ্ছে। প্রায় ৮০ লাখ মানুষ দেশ ত্যাগ করতে বাধ্য হয়েছেন।
এই কঠিন পরিস্থিতিতে বিরোধী দলকে পরিকল্পিতভাবে দমন করা হয়েছে—নির্বাচনী কারচুপি, আইনি হয়রানি এবং কারাবরণের মাধ্যমে।
গণতান্ত্রিক উন্নয়নের জন্য নিবেদিত সংগঠন সুমাতে-এর অন্যতম প্রতিষ্ঠাতা হিসেবে মারিয়া করিনা মাচাদো ২০ বছরেরও বেশি সময় ধরে অবাধ ও সুষ্ঠু নির্বাচনের পক্ষে কাজ করেছেন। তিনি একবার বলেছিলেন, "এটা ছিল বুলেটের বদলে ব্যালটের লড়াই।" এরপর থেকে বিভিন্ন রাজনৈতিক পদ এবং সাংগঠনিক দায়িত্বে থাকাকালীন তিনি বিচার বিভাগের স্বাধীনতা, মানবাধিকার ও জনগণের প্রতিনিধিত্বের পক্ষে সর্বদা সোচ্চার থেকেছেন।'
২০২৪ সালে শান্তিতে নোবেল পুরস্কার পেয়েছিল জাপানি সংগঠন নিহন হিদানকিয়ো। পরমাণু অস্ত্র হামলায় বেঁচে যাওয়া মানুষদের নিয়ে গঠিত এই সংগঠন বিশ্বকে পারমাণবিক অস্ত্রমুক্ত করার যে প্রচেষ্টা চালাচ্ছে, তার স্বীকৃতি হিসেবে তাদের নোবেল দেওয়া হয়।
উল্লেখ্য, নোবেল পুরস্কারের যাত্রা শুরু হয় সুইডিশ রসায়নবিদ ও উদ্যোক্তা আলফ্রেড নোবেলের হাত ধরে। ডিনামাইট আবিষ্কার করে তিনি বিপুল সম্পদের মালিক হয়েছিলেন। জীবনের শেষ প্রান্তে এসে তিনি সিদ্ধান্ত নেন, তার অর্জিত সম্পদ মানবকল্যাণে অসাধারণ অবদান রাখা ব্যক্তিদের স্বীকৃতির জন্য ব্যয় হবে।
প্রতিবছর চিকিৎসা, পদার্থবিদ্যা, রসায়ন, সাহিত্য, শান্তি ও অর্থনীতিতে অসামান্য অবদানের জন্য নোবেল পুরস্কার দেওয়া হয়। এ পর্যন্ত চিকিৎসাবিজ্ঞান, পদার্থবিদ্যা, রসায়ন, সাহিত্যে নোবেল বিজয়ীদের নাম ঘোষণা করা হয়েছে।
আলফ্রেড নোবেলের উইল অনুসারে, প্রতি বছর নরওয়ের সংসদ দ্বারা নির্বাচিত পাঁচ সদস্যের একটি কমিটি শান্তিতে নোবেল পুরস্কার প্রদান করে। জাতিসমূহের মধ্যে ভ্রাতৃত্ব স্থাপন, সামরিক বাহিনীর বিলুপ্তি বা হ্রাস এবং শান্তি সম্মেলনের আয়োজন ও প্রসারে যিনি সবচেয়ে বেশি বা সেরা কাজ করেছেন, তাকেই এই সম্মাননা দেওয়া হয়।
অর্থনীতিতে বিজয়ীর নাম ঘোষণা করা হবে ১৩ অক্টোবর।
পুরস্কার প্রদান অনুষ্ঠান হবে ১০ ডিসেম্বর, আলফ্রেড নোবেলের মৃত্যুবার্ষিকীতে। বিজয়ীরা পাবেন ১ কোটি ১০ লাখ সুইডিশ ক্রোনর (প্রায় ১ কোটি ২০ লাখ ডলার সমমূল্য) অর্থ, সঙ্গে থাকবে ১৮ ক্যারেটের সোনার পদক ও একটি সম্মাননাপত্র। প্রতিটি শাখায় সর্বোচ্চ তিনজনকে যৌথভাবে পুরস্কৃত করা যেতে পারে।