ট্রাম্পকে নোবেল উৎসর্গ করলেন মাচাদো; বললেন ‘শান্তি আনতে ট্রাম্প যা করছেন, সেজন্য আমরা কৃতজ্ঞ’

নোবেল শান্তি পুরস্কারজয়ী মারিয়া কোরিনা মাচাদো বিবিসিকে বলেন, বিশ্বজুড়ে শান্তির জন্য যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প যা করছেন, তার জন্য তিনি কৃতজ্ঞ।
ভেনেজুয়েলার বিরোধী নেতা মাচাদো দীর্ঘদিন ধরে দেশটির প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো মোরোসের বিরুদ্ধে প্রচারণা চালিয়ে আসছেন। মাদুরোর ১২ বছরের শাসন অনেকের কাছেই অবৈধ বলে বিবেচিত। ২০২৫ সালে শান্তিতে নোবেল পুরস্কার পান মাচাদো।
মারিয়া কোরিনা মাচাদো বিবিসি মুন্ডোকে বলেন, ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে এক অভিনন্দনসূচক ফোনালাপে তিনি ট্রাম্পকে জানান, 'শুধু আমেরিকায় নয়, বরং সারা বিশ্বে শান্তি, স্বাধীনতা ও গণতন্ত্রের জন্য যা করছেন, তার জন্য ভেনেজুয়েলার জনগণ তার প্রতি কৃতজ্ঞ।'
ট্রাম্প নিজেই প্রকাশ্যে জানিয়েছেন যে তিনি এই পুরস্কার জিততে চান। তিনি নিয়মিতভাবে দাবি করেন যে, তার নেতৃত্বে সাতটি যুদ্ধের সমাপ্তি ঘটেছে।
নোবেল শান্তি পুরস্কারের মনোনয়ন গ্রহণ জানুয়ারিতে শেষ হয়, ঠিক তখনই ডোনাল্ড ট্রাম্পের দ্বিতীয় মেয়াদে প্রেসিডেন্ট পদে দায়িত্ব শুরু হয়। শুক্রবার এক হোয়াইট হাউস কর্মকর্তা বলেন, 'নোবেল কমিটি প্রমাণ করেছে তারা শান্তির চেয়ে রাজনীতিকে অগ্রাধিকার দেয়।'
মারিয়া কোরিনা মাচাদো জানান, তিনি যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টের সঙ্গে কথা বলতে পেরে 'খুবই আনন্দিত' এবং তার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করতে পেরেছেন।
৫৮ বছর বয়সী মাচাদোকে গত এক বছরের বেশির ভাগ সময় গা ঢাকা দিয়ে থাকতে হয়েছে। নোবেল কমিটি তাকে 'সাম্প্রতিক সময়ে লাতিন আমেরিকার বেসামরিক সাহসের অন্যতম অসাধারণ উদাহরণ' হিসেবে বর্ণনা করেছে।
নোবেল কমিটির চেয়ারম্যান ইয়রগেন ভাতনে ফ্রিডনেস বলেন, মারিয়া কোরিনা মাচাদোকে পুরস্কৃত করা হয়েছে 'স্বৈরশাসন থেকে গণতন্ত্রে ন্যায়সঙ্গত ও শান্তিপূর্ণ রূপান্তরের সংগ্রামের জন্য।'
তিনি আরও বলেন, 'নিজের জীবনের ওপর গুরুতর হুমকি থাকা সত্ত্বেও তিনি দেশে অবস্থান করে গেছেন—যা লাখো মানুষকে অনুপ্রাণিত করেছে।'
মাচাদোকে গত বছরের প্রেসিডেন্ট নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা থেকে বিরত রাখা হয়েছিল। সে মাদুরো টানা তৃতীয়বারের মতো ছয় বছরের মেয়াদে জয়ী হন।
ভেনেজুয়েলার নির্বাচনে অনিয়মের অভিযোগে আন্তর্জাতিক মহল ব্যাপকভাবে তা 'স্বাধীন ও সুষ্ঠু নয়' বলে প্রত্যাখ্যান করে এবং নির্বাচনের ফলে দেশজুড়ে বিক্ষোভ ছড়িয়ে পড়ে।
নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা থেকে বাদ পড়লেও মারিয়া কোরিনা মাচাদো সফলভাবে দেশটির বিভক্ত বিরোধী শিবিরকে একত্রিত করতে সক্ষম হন এবং ভেনেজুয়েলার লাখ লাখ মানুষকে তার পরিবর্তে ব্যালটে থাকা তুলনামূলক অজানা প্রার্থী এডমুন্ডো গনসালেসের পক্ষে সমর্থন জোগাড় করতে সক্ষম হন।
সরকারনিয়ন্ত্রিত জাতীয় নির্বাচন পরিষদ যখন মাদুরোকে বিজয়ী ঘোষণা করে—যদিও ভোটকেন্দ্রের ফলাফলে দেখা যায় গনসালেস বিপুল ব্যবধানে জয়ী হয়েছেন—তখনও মাচাদো গোপন অবস্থান থেকে প্রচার চালিয়ে যান, কারণ মাদুরো সরকার বারবার তাকে গ্রেপ্তারের হুমকি দিয়ে আসছে।