জ্বর দেখা দিলেই ডেঙ্গু পরীক্ষার অনুরোধ স্বাস্থ্য অধিদপ্তরের

ডেঙ্গু পরিস্থিতি ক্রমেই উদ্বেগজনক হয়ে উঠছে। আজ সারাদেশে ডেঙ্গু আক্রান্ত হয়ে মোট ৯ জনের মৃত্যু হয়েছে। এ অবস্থায় সকল প্রকার জ্বরের রোগীকে দ্রুতই নিকটস্থ হাসপাতালে ডেঙ্গু পরীক্ষা করানোর অনুরোধ জানিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর।
রোববার (৫ অক্টোবর) স্বাস্থ্য অধিদপ্তরের এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে জানানো হয়, মৃত ৯ জনের মধ্যে ৭ জন হাসপাতাল ভর্তির দিনই মৃত্যুবরণ করেছেন। মূলত হাসপাতালে আসতে দেরি হওয়ায় এসব রোগীর পরিস্থিতি জটিল হয়ে গিয়েছিল, ফলে চিকিৎসা দেওয়ার যথেষ্ট সুযোগ পাওয়া যায়নি। বাকি দুইজনের মধ্যে একজন ভর্তির পরদিনই মারা গেছেন।
বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, দেরিতে হাসপাতালে বা চিকিৎসকের কাছে আসার কারণে জটিল রোগীদের চিকিৎসা প্রদান ক্রমেই কঠিন হয়ে পড়ছে।
এ অবস্থায় স্বাস্থ্য অধিদপ্তরের পক্ষ থেকে সকল জ্বরের রোগীকে জ্বর হওয়ার সঙ্গে সঙ্গেই নিকটস্থ হাসপাতালে ডেঙ্গু পরীক্ষা করানোর এবং ডেঙ্গু রোগ সনাক্ত হলে অবিলম্বে চিকিৎসকের শরণাপন্ন হওয়ার জন্য অনুরোধ জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, ডেঙ্গু চিকিৎসার বিষয়ে স্বাস্থ্য অধিদপ্তর অত্যন্ত সতর্ক ও তৎপর। সকল হাসপাতালে পর্যাপ্ত ডেঙ্গু পরীক্ষার কিট, স্যালাইন এবং ওষুধ মজুত রয়েছে। তবে মৃত্যু কমানোর জন্য একই সঙ্গে দ্রুত ডেঙ্গু সনাক্তকরণ, গাইডলাইন অনুযায়ী চিকিৎসা প্রদান এবং মশা নিয়ন্ত্রণ ব্যবস্থা কার্যকর হওয়া প্রয়োজন।