ডেঙ্গুতে মৃত্যুর রেকর্ড: একদিনে ১২ জনের প্রাণহানি

বাংলাদেশে ডেঙ্গুতে এ বছরের সবচেয়ে বেশি প্রাণহানির তথ্য জানা গেল আজ রোববার (২১ সেপ্টেম্বর), গত ২৪ ঘণ্টায় মশাবাহিত এই রোগে প্রাণ হারিয়েছেন ১২ জন।
স্বাস্থ্য অধিদপ্তর (ডিজিএইচএস)-এর তথ্য অনুযায়ী, সর্বশেষ এসব প্রাণহানি যোগ হয়ে এবছরের জানুয়ারি থেকে এপর্যন্ত সারাদেশে ডেঙ্গুজ্বরে মোট মৃত্যুর সংখ্যা দাঁড় করিয়েছে ১৭৯-এ।
স্বাস্থ্য কর্মকর্তাদের বরাতে বার্তাসংস্থা ইউএনবি জানিয়েছে, গত ২৪ ঘন্টায় নতুন করে ৭৪০ জন রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। ফলে চলতি বছরের মোট শনাক্ত রোগীর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৪৮ হাজার ৮৩১ জনে।
বর্তমানে দেশের বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন ডেঙ্গুজ্বরে আক্রান্ত ২,০২১ জন রোগী।
গত ২৪ ঘণ্টায় মৃতদের মধ্যে বরিশাল বিভাগে ৫ জন, ঢাকা উত্তর সিটি করপোরেশন এলাকায় ৩ জন, ঢাকা দক্ষিণ সিটি করপোরশন এলাকায় ২ জন এবং চট্টগ্রাম ও ময়মনসিংহ বিভাগে একজন করে মারা গেছেন।
নতুন সংক্রমণও বিস্তৃত আকারে ছড়িয়ে পড়েছে।
বরিশাল (শহরের বাইরের এলাকা) থেকে ১৬৫ জন নতুন রোগী শনাক্ত হয়েছে। ঢাকার বাইরে ১৪৭ জন, ঢাকা উত্তর সিটি এলাকায় ১২২ জন, ঢাকা দক্ষিণে ১১৫ জন, চট্টগ্রামে ৭৭ জন, খুলনায় ৫২ জন, রাজশাহীতে ২৮ জন, ময়মনসিংহে ২২ জন, সিলেটে ৯ জন এবং রংপুরে ৩ জন নতুন রোগী শনাক্ত হয়েছে।