সপ্তাহে দুদিন হাসপাতালে যেতে পারবেন ওষুধ কোম্পানির প্রতিনিধিরা, প্রেসক্রিপশনের ছবি তোলা নিষেধ

সরকারি হাসপাতালে চিকিৎসকদের সঙ্গে দেখা করতে পারবেন ওষুধ কোম্পানির প্রতিনিধিরা, তবে তা হবে শুধু সপ্তাহে দুদিন—সোমবার ও বৃহস্পতিবার দুপুর ১২টা থেকে বেলা আড়াইটা পর্যন্ত। এ সময়ের বাইরে হাসপাতালের সীমানায় অবস্থান করতে পারবেন না তারা। পাশাপাশি হাসপাতাল কর্তৃক প্রদত্ত কোনো রোগীর তথ্য, প্রেসক্রিপশন বা ডকুমেন্টের ছবি তোলাও সম্পূর্ণ নিষিদ্ধ করেছে স্বাস্থ্য অধিদপ্তর।
বৃহস্পতিবার (১১ সেপ্টেম্বর) স্বাস্থ্য অধিদপ্তরের পরিচালক (প্রশাসন) ডা. এ বি এম আবু হানিফ স্বাক্ষরিত এক নোটিশে সরকারি হাসপাতালগুলোকে এ সংক্রান্ত আট দফা নির্দেশনা পাঠানো হয়।
সেখানে বলা হয়, দেশের সব সরকারি হাসপাতাল ও ইনস্টিটিউটে চিকিৎসকদের ভাবমূর্তি রক্ষা ও যথাযথ স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে এসব নির্দেশনা মানতে হবে।
নির্দেশনায় বলা হয়, নির্ধারিত দিনে প্রতিনিধিদের অবশ্যই নিজ নিজ প্রতিষ্ঠানের প্রদত্ত আইডি কার্ড দৃশ্যমান রাখতে হবে। কোনো ওষুধ কোম্পানির প্রতিনিধি যদি এ নির্দেশনা অমান্য করেন, তবে তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।
এছাড়া যে সব পরীক্ষা বা ওষুধ সরকারি হাসপাতালে সরবরাহ রয়েছে, তা বাইরে থেকে করার বা কেনার সুপারিশ করা যাবে না। বেসরকারি ডায়াগনস্টিক সেন্টার বা প্রতিষ্ঠানের প্যাডে রোগ নির্ণায়ক পরীক্ষা, কিংবা কোনো কোম্পানির নামাঙ্কিত প্যাডে প্রেসক্রিপশন দেওয়াও সম্পূর্ণ নিষিদ্ধ।
সরকারি স্বাস্থ্য প্রতিষ্ঠানে কেবল সরকার অনুমোদিত বা সরবরাহকৃত সিল ব্যবহার করা যাবে; তবে বিজ্ঞাপনবিহীন জেনেরিক নামের সিল ব্যবহার করা যাবে।
নির্দেশনায় আরও বলা হয়, বেসরকারি ওষুধ কোম্পানির সরবরাহকৃত কোনো ওষুধের তালিকা সরকারি স্বাস্থ্য প্রতিষ্ঠানের টেবিলে রাখা যাবে না।