ধর্ম অবমাননা: অপূর্ব পালকে নর্থ সাউথ বিশ্ববিদ্যালয় থেকে স্থায়ী বহিষ্কার

ধর্ম অবমাননার ঘটনায় শিক্ষার্থী অপূর্ব পালকে স্থায়ী বহিষ্কার করেছে নর্থ সাউথ ইউনিভার্সিটি কর্তৃপক্ষ। আজ রোববার (৫ অক্টোবর) শৃঙ্খলা কমিটির এক জরুরি বৈঠকে এ সিদ্ধান্ত নেওয়া হয়। সেই সঙ্গে এ ঘটনায় বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে মামলা করারও সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
পরে বিশ্ববিদ্যালয়টির জনসংযোগ দপ্তরের পরিচালক সৈয়দ মানসুর হাশিমের সই করা এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। এতে বলা হয়, গতকাল শনিবার অপূর্ব পালকে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে পবিত্র কোরআন অবমাননা করতে দেখা যায়।
ইতোমধ্যে পুলিশ অপূর্ব পালকে গ্রেপ্তারের পর কারাগারে পাঠানো হয়েছে। আজ রোববার (৫ অক্টোবর) শুনানি শেষে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট সাইফুজ্জামানের আদালত তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন।
এর আগে মামলার তদন্ত কর্মকর্তা ভাটারা থানার উপপরিদর্শক (এসআই) মো. চাঁদ আলী অপূর্বকে আদালতে হাজির করে কারাগারে আটক রাখার আবেদন করেন। গত ৪ অক্টোবর রাতে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে কয়েকটি ভিডিও ছড়িয়ে পড়ে। ওই ভিডিওগুলোতে অপূর্ব পালের কোরআন অবমাননার অভিযোগ তোলা হয়। বিভিন্ন পোস্টে ওই শিক্ষার্থীর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি জানানো হয় এবং তার গ্রেপ্তারের দাবি তোলা হয়। পরে রাত ১টার দিকে অপূর্ব পালের বাসার সামনে উত্তেজিত জনতা জড়ো হতে থাকে। খবর পেয়ে ভাটারা থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে তাকে হেফাজতে নেওয়ার চেষ্টা করে।