মাকে ঢাকা ব্যাংকের ৩.১৩ কোটি শেয়ার উপহার দেবেন মির্জা আব্বাসের ছেলে ইয়াসির

ঢাকা ব্যাংক পিএলসির পরিচালক মির্জা ইয়াসির আব্বাস তার মা আফরোজা আব্বাসের কাছে ব্যাংকের ৩ কোটি ১৩ লাখ শেয়ার হস্তান্তরের ঘোষণা দিয়েছেন। আফরোজা আব্বাস ব্যাংকটির স্পন্সর শেয়ারহোল্ডার।
রোববার (৫ অক্টোবর) ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) ওয়েবসাইটে প্রকাশিত এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, এই শেয়ার উপহার হিসেবে হস্তান্তর হবে এবং ২০২৫ সালের ৩১ অক্টোবরের মধ্যে ডিএসই'র ট্রেডিং সিস্টেমের বাইরে কার্যকর করা হবে।
আজকে ঢাকা ব্যাংকের প্রতিটি শেয়ারের বাজারমূল্য ছিল ১১ টাকা ৬০ পয়সা। সেই হিসেবে শেয়ারগুলোর মোট বাজারমূল্য দাঁড়ায় প্রায় ৩৬ কোটি ৩৪ লাখ টাকা।
ব্যাংকটির ২০২৪ সালের বার্ষিক প্রতিবেদনের তথ্যমতে, মির্জা ইয়াসের আব্বাসের হাতে রয়েছে ৫ কোটি ৭৩ হাজার ৬৫০টি শেয়ার।
ডিএসইর সর্বশেষ তথ্য অনুযায়ী, ব্যাংকের মোট ১০৫ কোটি ৬৯ লাখ শেয়ারের মধ্যে স্পনসর-পরিচালকদের হাতে রয়েছে ৪০ দশমিক ৯৮ শতাংশ, প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীদের হাতে ১২ দশমিক ০৪ শতাংশ এবং সাধারণ বিনিয়োগকারীদের হাতে রয়েছে ৪৬ দশমিক ৯৮ শতাংশ শেয়ার।