গোলাম আজমসহ ওর সাঙ্গপাঙ্গরা জাতির শ্রেষ্ঠ সন্তান হলে মুক্তিযোদ্ধাদের অবস্থান কোথায়: মির্জা আব্বাস
বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস বলেছেন, "গোলাম আজমসহ ওর সাঙ্গপাঙ্গরা যদি জাতির শ্রেষ্ঠ সন্তান হয়, তাহলে বীর মুক্তিযোদ্ধাদের অপমানিত করা হচ্ছে, তাহলে বীর মুক্তিযোদ্ধাদের অবস্থানটা কোথায়?
আজ (১৬ ডিসেম্বর) সকালে মহান বিজয় দিবস উপলক্ষে জাতীয় স্মৃতিসৌধে দলের পক্ষ থেকে জাতির শ্রেষ্ঠ সন্তান বীর মুক্তিযোদ্ধাদের প্রতি শ্রদ্ধা নিবেদন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন।
এ সময় তিনি বলেন, "গোলাম আজমসহ ওর সাঙ্গপাঙ্গরা যদি জাতির শ্রেষ্ঠ সন্তান হয়, তাহলে বীর মুক্তিযোদ্ধাদের অবস্থানটা কোথায়? এই দলটি ১৯৪৭ সাল থেকে অদ্যবধি, ১৯৪৭ সাল ১৯৭১ সাল এখন পর্যন্ত দেশের শান্তি কখনো কামনা করেনি। তারা দেশের স্বাধীনতা চায়নি, এখনো তারা দেশের স্বাধীনতা চায় না। তারা চায়, দেশটা একটা বিপাকে পড়ুক, একটা খারাপ অবস্থায় চলে যাক, অশান্তির বাংলাদেশ থাকুক।"
চব্বিশ এবং একাত্তরকে মুখোমুখি করা হচ্ছে কিনা সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে মির্জা আব্বাস বলেন, "একাত্তর এবং চব্বিশ যার যার অবস্থানে স্বমহিমায় তারা বিরাজিত। একাত্তরের সাথে চব্বিশের কোনো তুলনা এবং হওয়ার কোনো সম্ভাবনাও নেই।"
এ সময় তিনি আরও বলেন, "গণমানুষের চিন্তা-ভাবনা আকাঙ্ক্ষা সব বিষয়কে মাথায় নিয়ে আজকে এই বিজয় দিবস এবং সামনে নির্বাচন। নির্বাচনের প্রাক্কালে এ ধরনের বিজয় আগে কখনও আমরা পাইনি।"
এ সময় দল এবং বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পক্ষ থেকে দেশবাসীকে বিজয় দিবসের শুভেচ্ছা জানানোর পাশাপাশি মির্জা আব্বাস আরও বলেন, "আমরা স্বাধীনতার পর যেই আশা আকাঙ্ক্ষা ও উদ্দীপনা নিয়ে দেশ গড়ার আশা করেছিলাম, আওয়ামী লীগ এসে আমাদের সে সমস্ত আশা চূর্ণবিচূর্ণ করে দিয়েছে।
এ সময় বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমেদ, ড. আব্দুল মঈন খান, বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা আমান উল্লাহ আমানসহ দলের কেন্দ্রীয় ও স্থানীয় বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
