স্কুলে ক্লাসরুমে মোবাইল ফোন নিষিদ্ধ করে আইন পাস দক্ষিণ কোরিয়ায়

দেশের সব স্কুলের ক্লাসরুমে মোবাইল ফোন ও অন্যান্য ডিজিটাল ডিভাইস ব্যবহার নিষিদ্ধ করে আজ (২৭ আগস্ট) একটি বিল পাস করেছে দক্ষিণ কোরিয়া। আগামী বছরের মার্চ মাসে কার্যকর হতে যাওয়া এই আইনটি দেশটির তরুণদের মধ্যে সোশ্যাল মিডিয়া আসক্তি রোধের প্রচেষ্টার অংশ।
এই নিষেধাজ্ঞার ফলে কিশোর-কিশোরীদের মধ্যে স্মার্টফোন ও সোশ্যাল মিডিয়ার ব্যবহার নিয়ন্ত্রণে সর্বশেষ দেশ হিসেবে পদক্ষেপ নিল দক্ষিণ কোরিয়া।
এর আগে, অস্ট্রেলিয়া কিশোর-কিশোরীদের জন্য সোশ্যাল মিডিয়ায় নিষেধাজ্ঞা আরও কঠোর করেছে।
জুলাইয়ে প্রকাশিত এক গবেষণায় দেখা যায়, ডাচ স্কুলগুলোতে মোবাইল ফোন নিষিদ্ধ করায় শিক্ষার্থীদের মনোযোগ বেড়েছে।
যুক্তরাষ্ট্রভিত্তিক পিউ রিসার্চ সেন্টারের এক জরিপে বলা হয়েছে, দক্ষিণ কোরিয়া বিশ্বের অন্যতম ডিজিটালি আন্তঃসম্পর্কিত দেশ। দেশটির ৯৯ শতাংশ মানুষ অনলাইন ব্যবহার করে এবং ৯৮ শতাংশের কাছে স্মার্টফোন রয়েছে। ২০২২ ও ২০২৩ সালে পরিচালিত এক গবেষণায় ২৭টি দেশের মধ্যে এটি ছিল সর্বোচ্চ।
পার্লামেন্টে বিলটি পাস হয়েছে দ্বিদলীয় সমর্থনে।
বিরোধী দল পিপল পাওয়ার পার্টির সংসদ সদস্য এবং বিলের পৃষ্ঠপোষক চো জুং-হুন বলেন, 'আমাদের তরুণদের সোশ্যাল মিডিয়া আসক্তি এখন গুরুতর পর্যায়ে পৌঁছেছে। আমাদের বাচ্চাদের চোখ প্রতিদিন সকালে লাল থাকে। তারা রাত ২টা, ৩টা পর্যন্ত ইনস্টাগ্রামে থাকে।'
দক্ষিণ কোরিয়ার শিক্ষা মন্ত্রণালয়ের এক জরিপে জানা গেছে, ৩৭ শতাংশ মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষার্থী মনে করে সোশ্যাল মিডিয়া তাদের দৈনন্দিন জীবনে প্রভাব ফেলে এবং ২২ শতাংশ শিক্ষার্থী সোশ্যাল মিডিয়ায় ব্যবহার করতে না পারলে উদ্বেগে ভোগে।
দেশটির অনেক স্কুলেই ইতোমধ্যে মোবাইল ব্যবহারে নিজস্ব বিধিনিষেধ রয়েছে, যা এবার বিলের মাধ্যমে আনুষ্ঠানিকতা পেল।
তবে প্রতিবন্ধী শিক্ষার্থীদের জন্য বা শিক্ষামূলক উদ্দেশ্যে ডিজিটাল ডিভাইস ব্যবহারের সুযোগ রাখা হয়েছে।
এদিকে, কিছু শিশু অধিকার সংগঠন এই নিষেধাজ্ঞার বিরোধিতা করেছে। তাদের দাবি, এটি শিশুদের মানবাধিকার লঙ্ঘনের শামিল হতে পারে।