‘ডিভোর্স অব দ্য সেঞ্চুরি’: ১ বিলিয়ন ডলার খোরপোষ থেকে রক্ষা পেলেন দ. কোরিয়ার ধনকুবের

দক্ষিণ কোরিয়ার সুপ্রিম কোর্ট দেশটির সবচেয়ে আলোচিত বিবাহবিচ্ছেদ মামলায় ধনকুবের চে তে-ওনকে তার সাবেক স্ত্রীকে ১.৩৮ ট্রিলিয়ন উন (প্রায় ১ বিলিয়ন ডলার) পরিশোধের নির্দেশ বাতিল করেছেন। খবর বিবিসির
সর্বোচ্চ আদালত জানান, দম্পতির সম্পদের হিসাব ভুলভাবে নির্ধারণ করা হয়েছিল, ফলে মামলাটি পুনর্বিবেচনার জন্য নিম্ন আদালতে পাঠানো হয়েছে।
চে তে-ওন দক্ষিণ কোরিয়ার অন্যতম বৃহৎ ব্যবসায়িক গ্রুপ এসকে গ্রুপের চেয়ারম্যান, আর তার সাবেক স্ত্রী রোহ সো-ইয়ং প্রাক্তন প্রেসিডেন্ট রোহ তে-উ–এর কন্যা।
তাদের দীর্ঘ ৩০ বছরের দাম্পত্য জীবনের অবসান ঘটে ২০১৫ সালে, যখন চে স্বীকার করেন যে তার এক প্রেমিকার গর্ভের একটি সন্তান রয়েছে।
২০২৪ সালে সিউলের একটি আদালত রোহ সো-ইয়ংকে ১.৩৮ ট্রিলিয়ন উন প্রদানের রায় দেয়—যা দক্ষিণ কোরিয়ার ইতিহাসে সবচেয়ে বড় বিবাহবিচ্ছেদ ক্ষতিপূরণ হিসেবে গণ্য হয়।
তবে সুপ্রিম কোর্টের রায়ে বলা হয়, রোহ তে-উ–এর ৩০ বিলিয়ন উনের গোপন তহবিল ঘুষ থেকে সংগৃহীত ছিল, তাই তা দম্পতির যৌথ সম্পদে গণ্য করা যায় না।
চে তে-ওনের আইনজীবী লি জে-গুন বলেন, "সুপ্রিম কোর্ট স্পষ্টভাবে জানিয়েছে, ওই অর্থ যৌথ সম্পত্তিতে গণ্য করা ভুল ছিল—এটি অত্যন্ত তাৎপর্যপূর্ণ সিদ্ধান্ত।"
তবে আদালত রোহ সো-ইয়ংকে ২ বিলিয়ন উন (প্রায় ১৪ লাখ ডলার) পরিমাণ ভরণপোষণ প্রদানের নির্দেশ বহাল রেখেছে।
এ রায় ঘোষণার পর এসকে গ্রুপের শেয়ারমূল্য ৫.৪% কমে যায়, কারণ এটি চে–এর সঙ্গে চলমান আইনি লড়াই আরও দীর্ঘায়িত করবে বলে আশঙ্কা করা হচ্ছে।
তবে বিশ্লেষকদের মতে, স্বল্পমেয়াদে এসকে গ্রুপে বড় কোনো প্রভাব পড়বে না, কারণ চে এখনই বড় অঙ্কের অর্থ জোগাড়ে বাধ্য হচ্ছেন না।
চে তে-ওন এসকে গ্রুপের মূল সহযোগী প্রতিষ্ঠানগুলোর মধ্যে এসকে টেলিকম, এসকে স্কয়ার এবং এসকে ইনোভেশন–এর নিয়ন্ত্রণে রয়েছেন।
এসকে গ্রুপের ব্যবসা বিস্তৃত টেলিযোগাযোগ, জ্বালানি, ফার্মাসিউটিক্যালস ও সেমিকন্ডাক্টর খাতে।