বিয়ার, ফ্রাইড চিকেন খেতে গিয়ে রেস্তোরাঁয় সবার বিল দিলেন এনভিডিয়া, স্যামসাং ও হুন্দাইয়ের ৩ ধনকুবের
বৃহস্পতিবার সিউলের একটি জনপ্রিয় ফ্রাইড চিকেন রেস্তোরাঁয় ঢুকে উপস্থিত সবার বিল পরিশোধ করে চমকে দিলেন তিন শীর্ষ ধনকুবের। বিশ্বের অন্যতম মূল্যবান কোম্পানি এনভিডিয়ার প্রধান নির্বাহী জেনসেন হুয়াং সিউলে অবস্থিত কাকানবু রেস্তোরাঁয় গিয়েছিলেন দক্ষিণ কোরিয়ার দুই শীর্ষ প্রযুক্তি কোম্পানি স্যামসাং ইলেকট্রনিকসের চেয়ারম্যান লি জে-ইয়ং এবং হুন্দাই মোটর গ্রুপের নির্বাহী চেয়ারম্যান চুং উ-ই-সনের সঙ্গে।
ফ্রাইড চিকেন ও ঠান্ডা বিয়ারের এই সমন্বয় দক্ষিণ কোরিয়ায় 'চিমায়েক' নামে পরিচিত এবং এটি বিশেষ জনপ্রিয়। এশিয়া-প্যাসিফিক অর্থনৈতিক সহযোগিতা সম্মেলনের (এপিইসি) আগে রাজধানী সিউলের কেন্দ্রস্থলে অবস্থিত ওই রেস্তোরায় সেটি উপভোগ করেন প্রযুক্তি জগতের এই শীর্ষ তিন ব্যক্তি।
রেস্তোরাঁয় পৌঁছে লাইভ-স্ট্রিম করা পথচারীদের উদ্দেশে হুয়াং বলেন, 'বন্ধুদের সঙ্গে ফ্রাইড চিকেন আর বিয়ার—আমি খুবই পছন্দ করি। তাই কাকানবু তো একদম পারফেক্ট, তাই না? কাকানবু দক্ষিণ কোরিয়ায় খুব ঘনিষ্ঠ বন্ধু বোঝাতেও ব্যবহৃত একটি 'স্ল্যাং' শব্দ।
দক্ষিণ কোরিয়ার জাতীয় নিউজ এজেন্সি ইয়োনহাপের বরাত দিয়ে জানা যায়, তারা চিজ বল, চিজ স্টিক, বোনলেস চিকেন ও ফ্রাইড চিকেনের সঙ্গে কোরিয়ান বিয়ার 'টেরা' এবং স্থানীয় রাইস-স্পিরিট সোজু পান করেন।
স্থানীয় গণমাধ্যমের ভিডিওতে দেখা যায়, মোট ১৯৫ বিলিয়ন ডলার সম্পদের মালিক এই তিনজন বিয়ার পান করার সময় হাত জড়িয়ে 'বন্ধুত্বের শট' নেন—যা কোরিয়ায় বন্ধুত্বের প্রতীকী পানাহার রীতি।
হুয়াং, লি ও চুং বাইরে বেরিয়ে অপেক্ষমাণ দর্শকদেরও চিকেন ও চিজ স্টিক এগিয়ে দেন। এসময় নিজের পছন্দের আইটেম সম্পর্কে হুয়াং বলেন, 'চিকেন উইংসটা অবিশ্বাস্য ভালো। আপনি কি আগে এসেছেন? দারুণ, তাই না?' হাতে চিকেনের ঝুড়ি তুলে ধরে তিনি বলেন, 'কেউ নেবেন? ফ্রাইড চিকেন?'
রেস্তোরাঁয় উপস্থিত সবার বিল পরিশোধের প্রতীক হিসেবে হুয়াং যখন 'গোল্ডেন বেল' বাজান, তখন উপস্থিত সবাই উল্লাসে ফেটে পড়েন। তবে ইয়োনহাপ জানায়, মূল বিলটি দেন স্যামসাংয়ের লি, আর দ্বিতীয় রাউন্ডের খরচ পরিশোধ করেন চুং।
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে উচ্চঝুঁকি বাণিজ্য আলোচনা শেষ করেই দক্ষিণ কোরিয়ার দক্ষিণাঞ্চলীয় শহর গিয়ংজুতে এপিইসি সম্মেলনে যোগ দিতে পৌঁছেছেন চীনের নেতা শি জিনপিংও।
এনভিডিয়াকে ৫ ট্রিলিয়ন ডলারের বাজারমূল্যে পৌঁছাতে সাহায্য করা অত্যাধুনিক এআই চিপে প্রবেশাধিকার যুক্তরাষ্ট্র ও চীনের মধ্যকার আলোচনায় মূল বিষয়গুলোর একটি।
এপিইসি সম্মেলনে শুক্রবার দক্ষিণ কোরিয়ার রাষ্ট্রপতি লি জে-মিয়ংয়ের সঙ্গে বৈঠকে এনভিডিয়া প্রধান হুয়াং ঘোষণা দেন, দক্ষিণ কোরিয়ার বিভিন্ন কোম্পানিকে [যার মধ্যে তার এই 'চিমায়েক' সঙ্গীদের কোম্পানিও রয়েছে] ২ লাখ ৬০ হাজারের বেশি জিপিইউ সরবরাহ করবে এনভিডিয়া।
প্রেসিডেন্টের দপ্তরের তথ্য অনুযায়ী, হুয়াং বলেন— এআই-ভিত্তিক স্বচালিত গাড়ির মতো 'ফিজিক্যাল এআই'-কে শক্তিশালী করতে এনভিডিয়া স্যামসাং, হুন্দাই, স্থানীয় ওয়েব জায়ান্ট নেভার ও চিপ নির্মাতা এসকে-এর সঙ্গে কাজ করবে।
