এনসিপি’র উপদেষ্টা পরিষদ গঠনে ১২ সদস্যের সার্চ কমিটি

জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) উপদেষ্টা পরিষদ গঠনের জন্য ১২ সদস্যের একটি সার্চ কমিটি গঠন করেছে।
দলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক সামান্তা শারমিনকে সমন্বয়ক করে এই কমিটি গঠন করা হয়েছে বলে বৃহস্পতিবার (১৬ মে) এক প্রেস বিজ্ঞপ্তিতে জানায় এনসিপি।
কমিটির অন্যান্য সদস্যরা হলেন—তাজনূভা জাবিন, সুলতান মোহাম্মদ জাকারিয়া, ডা. আতিক মুজাহিদ, অর্পিতা শ্যামা দেব, খালেদ সাইফুল্লাহ, আলাউদ্দিন মোহাম্মদ, মোশফিকুর রহমান জোহান, মীর আরশাদুল হক, মাওলানা সানাউল্লাহ খান, দিলশানা পারুল এবং খান মুহাম্মদ মুরসালিন।
বিষয়টি নিয়ে সামান্তা শারমিন বলেন, 'একটি রাজনৈতিক দলের আকার যেমনই হোক, দুটি বিষয়ে গুরুত্ব দেওয়া জরুরি—দলের আভ্যন্তরে ও বাহিরে জবাবদিহিতা এবং প্রয়োজনে অভিজ্ঞদের পরামর্শ গ্রহণের মানসিকতা।'
তিনি আরও বলেন, 'এনসিপি তুলনামূলকভাবে নতুন একটি রাজনৈতিক দল হলেও এই দুটি বিষয়কে আমরা অত্যন্ত গুরুত্ব দিয়ে দেখি।'
'একটি অভিজ্ঞ উপদেষ্টা পরিষদ দেশের বিভিন্ন স্থানে দলের দিকনির্দেশনা ও প্রসারে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে,' বলেন তিনি।