জুলাই সনদ বাস্তবায়নে গণপরিষদ গঠনের প্রস্তাব এনসিপির

জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)-এর মতে, জুলাই সনদ বাস্তবায়নের সর্বোত্তম ও গণতান্ত্রিক উপায় হবে একটি গণপরিষদ গঠন করা।
শুক্রবার (৫ সেপ্টেম্বর) এনসিপির যুগ্ম আহ্বায়ক জাবেদ রাসিন স্বাক্ষরিত এক চিঠি জাতীয় ঐকমত্য কমিশনের সহ-সভাপতি অধ্যাপক আলী রীয়াজকে এ প্রস্তাবই দিয়েছে দলটি।
চিঠিতে গণপরিষদ গঠনের তিনটি কারণ তুলে ধরা হয়েছে। এর মধ্যে উল্লেখ করা হয়—জুলাই সনদ যেহেতু জনগণের সর্বজনীন অভিমতের প্রতিফলন, তাই এর বাস্তবায়ন প্রক্রিয়া সরাসরি গণপ্রতিনিধিত্বশীল সংস্থার মাধ্যমে হওয়া জরুরি। এছাড়া এই পদ্ধতি গণতন্ত্রের মৌলিক চেতনাকে সংরক্ষণ করবে এবং ভবিষ্যতে যে কোনো রাজনৈতিক বিতর্ক বা বৈধতা-সংকট এড়াতে সহায়ক হবে।
শুক্রবার বিকেলে বিষয়টি নিশ্চিত করে জাবেদ রাসিন দ্য বিজনেস স্ট্যান্ডার্ডকে বলেন, "আমরা চাই সনদে অবশ্যই বাস্তবায়নের পদ্ধতি অন্তর্ভুক্ত থাকুক। আমাদের অবস্থান পূর্বের মতোই—এই সনদ বাস্তবায়ন করতে হলে গণপরিষদ গঠন করতে হবে। আশা করি, জাতীয় ঐকমত্য কমিশন আমাদের প্রস্তাব বিবেচনা করে জুলাই সনদ বাস্তবায়নের প্রক্রিয়ায় গণপরিষদ গঠনের সুপারিশ অন্তর্ভুক্ত করবে।"