ভারতের হামলাকে ‘অ্যাক্ট অব ওয়ার’ আখ্যা দিয়ে পাকিস্তানের নিন্দা

ভারতের সামরিক হামলার বিরুদ্ধে কঠোর অবস্থান নিয়েছে পাকিস্তান। দেশটির জাতীয় নিরাপত্তা কমিটি (এনএসসি) এই হামলাকে 'অবৈধ কার্যক্রম' হিসেবে আখ্যায়িত করে বলেছে, এটি পাকিস্তানের সার্বভৌমত্ব ও ভূখণ্ড অখণ্ডতার উপর সরাসরি আঘাত এবং আন্তর্জাতিক আইনের চোখে তা স্পষ্টতই 'অ্যাক্ট অব ওয়ার' (যুদ্ধের পদক্ষেপ)।
এক বিবৃতিতে বলা হয়, 'ভারতীয় সামরিক বাহিনী ইচ্ছাকৃতভাবে সাধারণ নাগরিক, বিশেষ করে নিরীহ নারী ও শিশুকে টার্গেট করেছে— যা একটি ন্যাক্কারজনক ও লজ্জাজনক অপরাধ। এটি মানবিক আচরণের সব রীতি এবং আন্তর্জাতিক আইনের সুস্পষ্ট লঙ্ঘন।'
পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফের সভাপতিত্বে অনুষ্ঠিত ওই উচ্চ পর্যায়ের নিরাপত্তা বৈঠকে উপস্থিত ছিলেন চিফ অব জয়েন্ট চিফস অব স্টাফ কমিটি (সিজেসিসি) জেনারেল সাহির শামশাদ মির্জা, আইএসআই মহাপরিচালক জেনারেল আসিম মালিক এবং সেনা, নৌ ও বিমানবাহিনীর প্রধানরা।
বৈঠকে আরও অংশ নেন উপপ্রধানমন্ত্রী ইসহাক দার, প্রতিরক্ষা মন্ত্রী খাজা আসিফ, স্বরাষ্ট্রমন্ত্রী মোহসিন নাকভি, পরিকল্পনামন্ত্রী আহসান ইকবাল, আইনমন্ত্রী আজম নাজির তারার, তথ্যমন্ত্রী আতাউল্লাহ তারার, জলবায়ু পরিবর্তন মন্ত্রী মুসাদিক মালিক, প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা রানা সানাউল্লাহ, অ্যাটর্নি জেনারেল মনসুর উসমান আওয়ান এবং প্রধানমন্ত্রীর উপদেষ্টা তারেক ফাতেমি।
ভারত জানিয়েছে, কাশ্মীরসহ পাকিস্তানের নয়টি স্থানে তারা বুধবার হামলা চালিয়েছে। গত মাসে ভারত-শাসিত কাশ্মীরে পর্যটকদের ওপর সন্ত্রাসী হামলায় ২৬ জন নিহত হওয়ার ঘটনায় পাকিস্তানকে দায়ী করে এই পাল্টা পদক্ষেপ নেয় তারা।
এর জবাবে পাকিস্তান সেনাবাহিনী জানায়, ৭ মে মধ্যরাতের পর আকাশে উড়ে যাওয়া ভারতের পাঁচটি যুদ্ধবিমান ভূপাতিত করেছে তারা।