মে মাসের সংঘাতে পাকিস্তানের ৬ যুদ্ধবিমান ভূপাতিত, দাবি ভারতীয় বিমানবাহিনী প্রধানের

গত মে মাসের সংঘাতে পাকিস্তানের পাঁচটি যুদ্ধবিমান ও একটি সামরিক বিমান ভূপাতিত করেছে বলে দাবি করেছে ভারত। শনিবার এ ব্যাপারে বলেন বিমানবাহিনী প্রধান অমর প্রীত সিং। প্রতিবেশী পাকিস্তানের সঙ্গে সংঘাতের পর এটাই ভারতের প্রথম আনুষ্ঠানিক দাবি।
সিং জানান, সংঘাতের সময় ভারতীয় এস-৪০০ বিমান প্রতিরক্ষা ব্যবস্থা পাকিস্তানের বেশিরভাগ বিমান ভূপাতিত করে। তিনি বলেন, "আমরা অন্তত পাঁচটি যুদ্ধবিমান ধ্বংস করেছি এবং একটি বড় আকারের বিমান ভূপাতিত করেছি।" ধারণা করা হচ্ছে, বড় বিমানটি নজরদারি বিমান ছিল এবং এটি ৩০০ কিলোমিটার দূর থেকে ভূপাতিত করা হয়। সিং দাবি করেন, এটি ইতিহাসে নথিভুক্ত সবচেয়ে দূরের সারফেস-টু-এয়ার হামলার রেকর্ড।
তিনি যুদ্ধবিমানগুলোর ধরন উল্লেখ করেননি। তবে জানান, ভারতীয় বিমান হামলায় আরও একটি নজরদারি বিমান ও পাকিস্তানের দুইটি বিমানঘাঁটিতে হ্যাঙ্গারে রাখা কয়েকটি এফ-১৬ যুদ্ধবিমান ক্ষতিগ্রস্ত হয়। সিং বলেন, সিন্ধু প্রদেশের শাহবাজ জ্যাকোবাবাদ বিমানঘাঁটির এফ-১৬ হ্যাঙ্গারের অর্ধেক ধ্বংস হয়েছে।
পাকিস্তান এর আগে দাবি করেছে, ৭ থেকে ১০ মে'র সংঘাতে তারা ভারতের ছয়টি সামরিক বিমান ভূপাতিত করেছে, যার মধ্যে অন্তত তিনটি রাফায়েল যুদ্ধবিমান ছিল। তবে ভারতীয় সামরিক কর্মকর্তারা এই দাবি "পুরোপুরি ভুল" বলে উল্লেখ করেছেন।
গত ২২ এপ্রিল ভারতের নিয়ন্ত্রিত কাশ্মীরের পাহেলগাম শহরে সশস্ত্র হামলায় ২৬ জন পর্যটক নিহত হওয়ার পর এই সংঘাত শুরু হয়। এরপর দুই দেশের মধ্যে কয়েক দশকের মধ্যে সবচেয়ে বড় বিমানযুদ্ধ ও ক্রুজ ক্ষেপণাস্ত্র হামলা হয়, যাতে বহু প্রাণহানি ঘটে।
কাশ্মীরকে সম্পূর্ণ নিজের বলে দাবি করে ভারত ও পাকিস্তান, তবে উভয় দেশই কেবল এর অংশবিশেষ নিয়ন্ত্রণ করে। অঞ্চলটি দীর্ঘদিন ধরে দুই দেশের মধ্যে উত্তেজনার কেন্দ্রবিন্দু।
শনিবার ভারতীয় কর্মকর্তারা জানান, শুক্রবার রাতে কুলগাম জেলায় গোলাগুলিতে দুই ভারতীয় সেনা ও একজন সন্দেহভাজন যোদ্ধা নিহত হয়েছেন। এ ঘটনায় আরও দুই ভারতীয় সেনা আহত হয়েছেন।