নোবেল শান্তি পুরস্কারের জন্য ট্রাম্পকে মনোয়ন দিল পাকিস্তান

ভারত-পাকিস্তান সংঘাত থামাতে 'গুরুত্বপূর্ণ ভূমিকা' রাখার জন্য ২০২৬ সালের নোবেল শান্তি পুরস্কারের জন্য মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে মনোনয়ন দিয়েছে পাকিস্তান।
পাকিস্তান সরকারের পক্ষ থেকে সামাজিক যোগাযোগমাধ্যম এক্স-এ এক পোস্টে এ ঘোষণা দিয়ে বলা হয়, 'সম্প্রতি ভারত-পাকিস্তান সংঘাতের সময় প্রেসিডেন্ট ট্রাম্পের কূটনৈতিক হস্তক্ষেপ ও নেতৃত্বের স্বীকৃতি হিসেবে তার নাম ২০২৬ সালের নোবেল শান্তি পুরস্কারের জন্য আনুষ্ঠানিকভাবে প্রস্তাব করা হলো।'
ভারত নিয়ন্ত্রিত জম্মু-কাশ্মীরের পহেলগামে এক সন্ত্রাসী হামলায় ২৬ জন নিহত হওয়ার পর দুই দেশের মধ্যে সংঘাত শুরু হয়। কয়েক দিনের সংঘর্ষের পর শেষ পর্যন্ত যুদ্ধবিরতি হয়। এই পরিস্থিতি শান্ত করতে ট্রাম্প ভূমিকা রেখেছেন বলে দাবি পাকিস্তানের।
এই ঘোষণার আগে ট্রাম্প ওয়াশিংটনে হোয়াইট হাউজে পাকিস্তানের সেনাপ্রধান আসিম মুনিরের সঙ্গে দেখা করেন। সাম্প্রতিক ভারত-পাকিস্তান উত্তেজনার পর এমন বৈঠককে গুরুত্বের চোখে দেখা হচ্ছে।
জিও নিউজের সংবাদে বলা হয়েছে, সম্প্রতি যুক্তরাষ্ট্রের হোয়াইট হাউজে ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে মধ্যাহ্নভোজে অংশ নেন পাকিস্তানের সেনাপ্রধান মুনির। তবে তাদের আলাপ নিয়ে বিস্তারিত কিছু জানানো হয়নি। পাকিস্তানের সেনাপ্রধান এর আগে ট্রাম্পের নোবেল মনোনয়নের পক্ষে মত দিয়েছিলেন। তিনি দাবি করেন, ভারত ও পাকিস্তানের মধ্যে পারমাণবিক যুদ্ধের সম্ভাবনা ঠেকাতে ট্রাম্প গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছিলেন।
হোয়াইট হাউজের মুখপাত্র আনা কেলি এর আগেই নিশ্চিত করেছিলেন, 'ট্রাম্প ফিল্ড মার্শাল মুনিরকে আতিথেয়তা দেবেন। মুনির এর আগে প্রেসিডেন্ট ট্রাম্পকে শান্তিতে নোবেল পুরস্কারের জন্য মনোনয়নের আহ্বান জানিয়েছিলেন, কারণ তিনি ভারত-পাকিস্তান পারমাণবিক যুদ্ধ ঠেকিয়েছেন।'