ভারত-পাকিস্তান সংঘাতে ‘পাঁচটি জেট বিমান ভূপাতিত’ হয়েছে: ট্রাম্প

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প গত শুক্রবার দাবি করেন যে, সাম্প্রতিক ভারত-পাকিস্তান সামরিক সংঘাতে 'পাঁচটি যুদ্ধবিমান ভূপাতিত হয়েছিল'। তবে তিনি স্পষ্ট করেননি—কোন পক্ষ এই ক্ষতির শিকার হয়েছে।
নিজ প্রশাসনের ভূমিকা তুলে ধরতে এ বক্তব্য দেন ডোনাল্ড ট্রাম্প। তিনি তার বক্তব্যে দুই পারমাণবিক শক্তিধর প্রতিবেশী দেশের মধ্যে একটি সম্ভাব্য যুদ্ধ প্রতিরোধে যুক্তরাষ্ট্রের ভূমিকা ব্যাখ্যা করেন।
তবে পাঁচটি বিমান ভূপাতিত হওয়ার বিষয়ে ট্রাম্পের নির্দিষ্ট দাবির পক্ষে সরকারের পক্ষ থেকে কোনো প্রমাণ মেলেনি।
হোয়াইট হাউসে রিপাবলিকান আইনপ্রণেতাদের সঙ্গে এক নৈশভোজে ডোনাল্ড ট্রাম্প বলেন, 'আমরা অনেক যুদ্ধ থামিয়েছি। আর এগুলো ছিল গুরুতর—ভারত ও পাকিস্তানের মধ্যে যে সংঘাত চলছিল। বিমান ভূপাতিত হচ্ছিল। আমার মনে হয়, আসলে পাঁচটি জেট বিমান ভূপাতিত হয়েছিল। এরা দু'টি পারমাণবিক শক্তিধর দেশ, এবং একে অপরকে আঘাত করছিল। আপনি জানেন, এটা যেন যুদ্ধের এক নতুন ধরন।'