ভূখণ্ড সংক্রান্ত ইস্যু এখনো অমীমাংসিত: দাভোসে ট্রাম্পের সঙ্গে বৈঠকের পর জেলেনস্কি
দাভোস-এ মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে আলোচনার পর প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি বৃহস্পতিবার জানিয়েছেন, ইউক্রেনের জন্য নিরাপত্তা নিশ্চয়তার শর্তাবলি চূড়ান্ত করা হয়েছে। তবে রাশিয়ার সাথে যুদ্ধের সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়—ভূখণ্ড সংক্রান্ত সমস্যাটি এখনও অমীমাংসিত রয়ে গেছে।
দীর্ঘদিন ধরে চলা চার বছরের এই সংঘাত নিরসনে শান্তি আলোচনার একটি ইতিবাচক অগ্রগতি হিসেবে জেলেনস্কি বলেন, রাশিয়া, ইউক্রেন এবং যুক্তরাষ্ট্রের আলোচকরা শুক্রবার ও শনিবার আবুধাবিতে প্রথমবারের মতো একটি ত্রিপক্ষীয় বৈঠকে মিলিত হবেন।
তিনি (জেলেনস্কি) আরও বলেন, রাশিয়ার সঙ্গে যুদ্ধের পর অর্থনৈতিক পুনরুদ্ধারের বিষয়ে একটি চুক্তি প্রায় প্রস্তুত হয়ে গেছে। এই চুক্তিটি কিয়েভ-সমর্থিত সেই প্রস্তাবগুলোর একটি মূল অংশ। এর উদ্দেশ্য হলো যুক্তরাষ্ট্রের আগের শান্তি পরিকল্পনার বিরুদ্ধে অবস্থান নেওয়া—যে পরিকল্পনাটি ব্যাপকভাবে মস্কোর পক্ষেই বেশি ঝুঁকে ছিল বলে মনে করা হয়।
উভয় পক্ষই বলেছে আলোচনা ইতিবাচক ছিল
গত বছর ট্রাম্প হোয়াইট হাউসে ফিরে আসার পর থেকে এবং ইউক্রেন নিয়ে যুক্তরাষ্ট্রের নীতিতে আমূল পরিবর্তন আনার পর জেলেনস্কি ও ট্রাম্পের মধ্যে এটি ষষ্ঠ বৈঠক। তারা উভয়েই বৃহস্পতিবারের এই আলোচনাকে ইতিবাচক বলে অভিহিত করেছেন।
ট্রাম্প সাংবাদিকদের বলেন, 'আমি মনে করি প্রেসিডেন্ট জেলেনস্কির সাথে বৈঠকটি ভালো ছিল। এটি একটি চলমান প্রক্রিয়া।' তিনি আরও বলেন, মার্কিন দূতরা বৃহস্পতিবার মস্কোতে আলোচনার জন্য যাচ্ছেন। পুতিনের প্রতি তার বার্তা কী—এমন প্রশ্নের জবাবে ট্রাম্প উত্তর দেন, 'যুদ্ধ বন্ধ করতে হবে।'
বৃহস্পতিবার ট্রাম্পের সঙ্গে আলোচনায় তিনি ভূখণ্ডের বিষয়টি তুলেছিলেন কি না—সে বিষয়ে কোনো ইঙ্গিত দেননি জেলেনস্কি। তবে তিনি চলতি সপ্তাহের শুরুতে বলেছিলেন, যুক্তরাষ্ট্রের নিরাপত্তা নিশ্চয়তা এবং যুদ্ধ-পরবর্তী পুনর্গঠনের অর্থায়ন নিয়ে ট্রাম্পের সঙ্গে চুক্তি সই করতে পারলেই কেবল তিনি দাভোসে যাবেন।
বর্তমানে জেলেনস্কি দেশের ভেতরে এক ভয়াবহ জ্বালানি সংকটের বোঝা বয়ে বেড়াচ্ছেন। রাশিয়ার বিমান হামলার ফলে ইউক্রেনের রাজধানীসহ বিভিন্ন অঞ্চলের লাখ লাখ মানুষ বিদ্যুৎহীন এবং তীব্র শীতে উষ্ণতা ছাড়াই দিনাতিপাত করছে।
জেলেনস্কি বলেন, রাশিয়ার কয়েক মাস ধরে চলা এই আক্রমণ মূলত ইউক্রেনীয়দের ঠান্ডায় জমিয়ে মেরে ফেলার চেষ্টা, যার পেছনে পুতিনের উদ্দেশ্য রয়েছে। ভেনেজুয়েলার নেতা নিকোলাস মাদুরোকে মার্কিন আদালতে বিচারের মুখোমুখি করার জন্য ট্রাম্পের অভিযানের উদাহরণ টেনে তিনি প্রকাশ্যে বিস্ময় প্রকাশ করেন যে—পুতিনকে কেন এখনো বিচারের কাঠগড়ায় দাঁড় করানো হয়নি।
ইউক্রেন বিষয়ক মার্কিন দূত স্টিভ উইটকফ বৃহস্পতিবার সকালে ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের এক অনুষ্ঠানে বলেন, দাভোসে ইউক্রেনীয় ও রুশ কর্মকর্তাদের সাথে বৈঠকের পর শান্তি আলোচনায় ভালো অগ্রগতি হচ্ছে। উইটকফ বলেন, 'যদি উভয় পক্ষই এর সমাধান করতে চায়, তবে আমরা অবশ্যই এটি সমাধান করতে পারব।'
মস্কোতে পুতিনের সঙ্গে আলোচনা
স্টিভ উইটকফ এবং সহকর্মী মার্কিন দূত জ্যারেড কুশনার—যিনি ট্রাম্পের জামাতা—দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর ইউরোপের এই সবচেয়ে ভয়াবহ যুদ্ধ শেষ করার সম্ভাব্য পরিকল্পনা নিয়ে আলোচনার জন্য বৃহস্পতিবার মস্কোতে পুতিনের সাথে দেখা করার কথা রয়েছে।
উইটকফ বৃহস্পতিবার জানান, ওই আলোচনার পর আলোচকরা সরাসরি আবুধাবিতে যাবেন, 'যেখানে সামরিক পর্যায়ে আলোচনা এবং সমৃদ্ধি প্যাকেজ নিয়ে বিস্তারিত কথা হবে।'
রাশিয়া অবশ্য মার্কিন নেতৃত্বাধীন এই শান্তি প্রচেষ্টার বিষয়ে শীতল মনোভাব দেখিয়েছে। তারা দাবি করছে, কিয়েভকে তাদের পূর্ব দোনেৎস্ক অঞ্চলের অংশবিশেষ ছেড়ে দিতে হবে, যা মস্কো রণক্ষেত্রে ব্যাপক লড়াই সত্ত্বেও এখন পর্যন্ত পুরোপুরি দখল করতে পারেনি।
পুতিন বুধবার শেষের দিকে জানিয়েছিলেন, তারা ইউক্রেন পরিস্থিতি নিষ্পত্তি এবং মস্কোর দখলকৃত অঞ্চলগুলো পুনর্গঠনের জন্য জব্দকৃত রুশ সম্পদ ব্যবহারের সম্ভাবনা নিয়ে আলোচনা করবেন। সেই সঙ্গে তারা ট্রাম্পের প্রস্তাবিত 'বোর্ড অফ পিস' (শান্তি বোর্ড) নিয়েও কথা বলবেন, যার কাজ হবে বিশ্বজুড়ে শান্তি প্রচার করা।
এই প্রস্তাবের সমালোচকরা বলছেন, এটি জাতিসংঘের প্রতিদ্বন্দ্বী হবে অথবা এর গুরুত্ব কমিয়ে দেবে। ক্রেমলিন জানিয়েছে, উইটকফ এবং কুশনারের সাথে পুতিনের বৈঠকটি মস্কো সময় সন্ধ্যা ৭টার (গ্রিনিচ মান সময় বিকেল ৪টা) পরে অনুষ্ঠিত হবে।
উচ্চপর্যায়ের এই কূটনৈতিক বৈঠকগুলো যুদ্ধ অবসানের পথে অগ্রগতির আশা জাগিয়ে তোলায় বৃহস্পতিবার আন্তর্জাতিক বাজারে ইউক্রেনের বন্ডের দাম দুই সেন্টেরও বেশি বেড়েছে।
ইউক্রেনে রাশিয়ার হামলা অব্যাহত
বৃহস্পতিবার ইউক্রেনের বিভিন্ন স্থানে রাশিয়ার বিমান হামলা অব্যাহত ছিল। দেশটির দক্ষিণাঞ্চলীয় ওডেসা এলাকায় একটি ড্রোন আবাসিক ভবনে আঘাত হানলে ১৭ বছর বয়সী এক তরুণ নিহত হন বলে ওই অঞ্চলের গভর্নর জানিয়েছেন।
কর্মকর্তারা জানিয়েছেন, মধ্য ইউক্রেনের ক্রিভি রিহ শহরে একটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র আবাসিক ভবনে আঘাত হানলে ১১ জন আহত হন।
এদিকে রাজধানী কিয়েভে চলতি সপ্তাহের শুরুতে চালানো রাশিয়ার সর্বশেষ হামলার পর বৃহস্পতিবার পর্যন্ত শহরের প্রায় তিন হাজার বহুতল ভবন তাপ সরবরাহ বিহীন অবস্থায় রয়েছে।
