নিখোঁজের দুদিন পর মেঘনায় সাংবাদিক বিভুরঞ্জন সরকারের মরদেহ উদ্ধার

মুন্সীগঞ্জের গজারিয়া উপজেলায় মেঘনা নদী থেকে সাংবাদিক বিভুরঞ্জন সরকারের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। গতকাল বৃহস্পতিবার থেকে তিনি নিখোঁজ ছিলেন।
বিভুরঞ্জনের ছেলে ঋত সরকার ও ভাই চিররঞ্জন সরকার আজ শুক্রবার রাত পৌনে ৯টার দিকে মুন্সীগঞ্জ জেনারেল হাসপাতালের মর্গে গিয়ে লাশটি শনাক্ত করেন।
ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) রমনা বিভাগের উপ-পুলিশ কমিশনার মো. মাসুদ আলম শুক্রবার (২২ আগস্ট) বিকেল পৌনে ৬টার দিকে মরদেহ উদ্ধারের বিষয়টি নিশ্চিত করেন।
স্থানীয় সূত্রে জানা গেছে, আজ দুপুরে মেঘনা নদীতে মরদেহ ভাসতে দেখে জাতীয় জরুরি সেবা ৯৯৯-এ ফোন করেন স্থানীয়রা। পরে নৌ পুলিশ মরদেহটি উদ্ধার করে। মরদেহটি সাংবাদিক বিভুরঞ্জন সরকারের কি না, তা তাৎক্ষণিকভাবে পুলিশ নিশ্চিত করতে পারেনি। তবে ছবি দেখে মুন্সীগঞ্জ ও ঢাকায় কর্মরত সাংবাদিকরা মরদেহটি বিভুরঞ্জন সরকারের বলে শনাক্ত করেন।
ওই সময় কলাগাছিয়া নৌ পুলিশ ফাঁড়ির ইনচার্জ সালেহ আহম্মেদ পাঠান জানিয়েছিলেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে মরদেহটি নিখোঁজ সাংবাদিক বিভুরঞ্জন সরকারের। মরদেহের পরনে হাফ হাতা শার্ট ছিল। গলায় ঝুলানো ছিল ফিতাবাধা চশমা। মরদেহটি উদ্ধারের পর ময়নাতদন্তের জন্য মুন্সীগঞ্জ জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়।
তিনি আরও জানান, মরদেহ উদ্ধারের বিষয়টি ঢাকার রমনা থানা পুলিশকে জানানো হয়েছে। রমনা থানা পুলিশ তার পরিবারের স্বজনদের সঙ্গে যোগাযোগ করছে। পরিবারের স্বজনরা মর্গে এসে নিশ্চিত করলে আমরা নিশ্চিত করব।
আজ সন্ধ্যায় রমনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. গোলাম ফারুক জানান, উদ্ধার হওয়া মরদেহের ফুটেজ দেখে এখনও তারা নিশ্চিত হতে পারেননি। মরদেহের বেশ কিছুটা পরিবর্তন ঘটেছে। ফলে পুরোপুরি নিশ্চিত হওয়া যাচ্ছে না। বিভুরঞ্জনের পরিবারের সদস্যরা মুন্সীগঞ্জে যাচ্ছেন মরদেহ শনাক্ত করতে।
বিভুরঞ্জনের ছোট ভাই চিররঞ্জন সরকার জানান, তারা ঘটনাস্থলে রওনা দিয়েছেন। পুলিশ যে ছবি দেখিয়েছে তাতে তিনি নিশ্চিত ছবিটি তার দাদার। এখন শুধু কিছু আনুষ্ঠানিকতার জন্য তারা যাচ্ছেন।
৭১ বছর বয়সী বিভুরঞ্জন আজকের পত্রিকার জ্যেষ্ঠ সহকারী সম্পাদক হিসেবে কর্মরত ছিলেন। গতকাল বৃহস্পতিবার (২১ আগস্ট) সকাল ১০টার দিকে রাজধানীর সিদ্ধেশ্বরীর বাসা থেকে বনশ্রীতে অফিসের উদ্দেশে বের হন তিনি। এরপর আর বাসায় ফেরেননি। এ ঘটনায় তার পরিবার গতকাল রাতে রমনা থানায় জিডি করেছিল।
বৃহস্পতিবার সকাল সোয়া ৯টায় বিভুরঞ্জন সরকার একটি লেখা বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম-এ মেইল করেন। ফুটনোটে তিনি লেখেন, 'জীবনের শেষ লেখা হিসেবে এটা ছাপতে পারেন।'