ইরানে বন্দরে ভয়াবহ বিস্ফোরণে নিহত অন্তত ৭০, ‘নিরাপত্তা অবহেলা’কে দায়ী করলেন মন্ত্রী

ইরানের স্বরাষ্ট্রমন্ত্রী জানিয়েছেন, দেশের সবচেয়ে বড় কনটেইনার বন্দর শহীদ রাজয়িতে ভয়াবহ বিস্ফোরণ ও অগ্নিকাণ্ডের পেছনে অবহেলা ও নিরাপত্তা বিধি লঙ্ঘনের মতো কারণ জড়িত ছিল। শনিবারের ওই দুর্ঘটনায় অন্তত ৭০ জন প্রাণ হারিয়েছেন এবং আহত হয়েছেন আরও এক হাজারের বেশি মানুষ। খবর বিবিসির।
স্বরাষ্ট্রমন্ত্রী এসকান্দার মোমেনি বলেন, 'নিরাপত্তা সংক্রান্ত কিছু ত্রুটি ও অবহেলা এই দুর্ঘটনার কারণ। যারা দায়ী বলে মনে করা হচ্ছে, তাদের জিজ্ঞাসাবাদের জন্য ডাকা হয়েছে।'
হরমুজগান প্রদেশের বন্দর আব্বাস শহরের এই বন্দরে বিদেশ থেকে আসা একটি পণ্যের চালান থেকে আগুন ধরে বিস্ফোরণ ঘটে বলে জানিয়েছে শুল্ক বিভাগ।
যদিও আন্তর্জাতিক কয়েকটি সংবাদমাধ্যম দাবি করেছে, ওই কার্গোতে ক্ষেপণাস্ত্রের জ্বালানির রাসায়নিক পদার্থ ছিল—তবে সে অভিযোগ সরাসরি অস্বীকার করেছে ইরানের প্রতিরক্ষা মন্ত্রণালয়।
হরমুজগান প্রদেশের দুর্যোগ ব্যবস্থাপনা পরিচালক মেহরদাদ হাসানজাদেহ জানিয়েছেন, অগ্নিনির্বাপণের কাজ শেষ পর্যায়ে রয়েছে। তবে প্রাদেশিক গভর্নর মোহাম্মদ আশৌরি তাজিয়ানি জানিয়েছেন, বন্দরের পরিষ্কার-পরিচ্ছন্নতা ও পুনর্গঠন কার্যক্রম আরও কয়েকদিন চলতে পারে এবং পরিস্থিতি স্বাভাবিক হতে এক থেকে দুই সপ্তাহ লাগতে পারে।
তার মতে, বিস্ফোরণে প্রায় দেড় হাজার হেক্টর এলাকা ক্ষতিগ্রস্ত হয়েছে, যা পুরো বন্দরের দুই-তৃতীয়াংশ।
দেশটির শুল্ক প্রশাসন জানিয়েছে, যে কার্গো থেকে আগুন ছড়িয়ে পড়ে, সেটি বৈধভাবে নিবন্ধন করা হয়নি এবং আনুষ্ঠানিকভাবে ঘোষণা দেওয়া হয়নি। ইসনা বার্তা সংস্থা এ তথ্য জানিয়েছে।
বন্দরের পরিচালনাকারী প্রতিষ্ঠান 'সিনা মেরিন অ্যান্ড পোর্ট সার্ভিসেস ডেভেলপমেন্ট কোম্পানি'র প্রধান নির্বাহী রবিবার এক বিবৃতিতে বলেন, 'বিপজ্জনক সামগ্রীর ভুল ঘোষণা ও তা বারবার ঘটায় এই ভয়াবহ বিপর্যয় ঘটেছে।'
এদিকে, প্রতিরক্ষা মন্ত্রণালয়ের মুখপাত্র ব্রিগেডিয়ার জেনারেল রেজা তালাই-নিক বলেন, 'ঘটনাস্থলের আশপাশে কোনো সামরিক সরঞ্জাম বা ক্ষেপণাস্ত্র জ্বালানির চালান ছিল না।' তিনি বিদেশি সংবাদমাধ্যমগুলোকে 'মিথ্যা তথ্য ছড়িয়ে বিভ্রান্তি সৃষ্টি'র অভিযোগে অভিযুক্ত করেন।
তবে বেসরকারি সামুদ্রিক নিরাপত্তা পরামর্শক প্রতিষ্ঠান অ্যামব্রে ইন্টেলিজেন্স জানিয়েছে, শহীদ রাজয়ি বন্দরে গত মাসে সোডিয়াম পারক্লোরেট নামক পদার্থের একটি চালান এসেছিল। ভুলভাবে ওই রাসায়নিক সামলানোর কারণেই বিস্ফোরণ ঘটে থাকতে পারে বলে তারা মনে করে।
দ্য নিউইয়র্ক টাইমসও একটি নির্ভরযোগ্য সূত্রের বরাতে জানিয়েছে, যিনি ইরানের রেভল্যুশনারি গার্ডসের ঘনিষ্ঠ, তার দাবি অনুযায়ী সোডিয়াম পারক্লোরেট থেকেই এই বিস্ফোরণ ঘটেছে।