জব্বারের বলীখেলায় টানা দ্বিতীয়বারের মতো চ্যাম্পিয়ন বাঘা শরীফ

চট্টগ্রামের ঐতিহ্যবাহী ১১৬তম জব্বারের বলী খেলায় ফের চ্যাম্পিয়ন হলেন কুমিল্লার বাঘা শরীফ। শুক্রবার (২৫ এপ্রিল) লালদিঘি ময়দানে অনুষ্ঠিত প্রতিযোগিতার চূড়ান্ত পর্বে তিনি হারান রাশেদ বলীকে।
গত বছরও ফাইনালে রাশেদকে হারিয়ে শিরোপা জিতেছিলেন শরীফ। ফলে এবারের জয়ে পরপর দুইবার চ্যাম্পিয়ন হলেন এই কুস্তিগীর।
বিকেলে নগরের লালদিঘি ময়দানে অস্থায়ী মঞ্চে দেশের বিভিন্ন প্রান্ত থেকে আসা ১২০ জন বলী অংশ নেন এই প্রতিযোগিতায়। দিনভর মাঠজুড়ে ছিল উৎসাহী দর্শকদের ভিড়। ঐতিহ্যবাহী এই খেলা সামনে থেকে দেখার জন্য সব বয়সী মানুষ ভোর থেকেই ভিড় করেন।
চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের কমিশনার হাসিব আজিজ প্রতিযোগিতার উদ্বোধন করেন। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম সিটি করপোরেশনের মেয়র ডা. শাহাদাত হোসেন।

স্থানীয় ব্যবসায়ী আবদুল জব্বার সওদাগর ১৯০৯ সালে এই বলী খেলার সূচনা করেন। প্রতি বছর বৈশাখ মাসের ১২ তারিখে আয়োজিত এই প্রতিযোগিতা এখন স্থানীয় সংস্কৃতির অবিচ্ছেদ্য অংশ হয়ে উঠেছে। শত বছরেরও বেশি সময় ধরে কুস্তিগীরদের অংশগ্রহণে এ আয়োজন হয়ে উঠেছে শক্তি, ঐতিহ্য আর গৌরবের প্রতীক।
বলী খেলাকে কেন্দ্র করে বৃহস্পতিবার থেকেই লালদিঘির পাড়ে শুরু হয় এ অঞ্চলের সবচেয়ে বড় ঐতিহ্যবাহী মেলা। হাজার হাজার মানুষ এতে অংশ নেন। স্থানীয় হস্তশিল্প, খাবার আর বিনোদনের সমাহারে জমে ওঠে মেলাটি।
সূর্য ডোবার সময় লালদিঘির মঞ্চে আবারও মাথা উঁচু করে দাঁড়ান চ্যাম্পিয়ন বাঘা শরীফ। তার এই জয়ে বলী খেলায় কুমিল্লার দাপট আরও একবার প্রমাণিত হলো।