হল সংসদ নির্বাচন: ছাত্র হলে একক আধিপত্য শিবিরের, ছাত্রী হলে এগিয়ে বাগছাস

মঙ্গলবার (৯ সেপ্টেম্বর) অনুষ্ঠিত ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় সংসদ (ডাকসু) নির্বাচনের মতোই হল সংসদ নির্বাচনেও ছেলেদের হলগুলোতে শীর্ষ তিন পদে ছাত্রশিবির সমর্থিত প্রার্থীরাই প্রাধান্য পেয়েছেন। অন্যদিকে, মেয়েদের হলে স্বতন্ত্র প্রার্থী ও বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্রসংসদ (বাগছাস) সমর্থিত প্রার্থীরা এগিয়ে রয়েছেন।
ছেলেদের হলে জয়ী প্রার্থীরা
স্যার এ এফ রহমান হল: ভিপি পদে রফিকুল ইসলাম (শিবির সমর্থিত), এজিএস পদে আব্দুল্লাহ আল জুবাইর (শিবির সমর্থিত) এবং জিএস পদে হাবিব উল্লাহ (গণতান্ত্রিক ছাত্রসংসদ) নির্বাচিত হয়েছেন।
হাজী মুহম্মদ মুহসীন হল: ভিপি পদে সাদিক সিকদার, জিএস পদে রাফিদ হাসান সাফওয়ান এবং এজিএস পদে আব্দুল মজিদ- তিনজনই ছাত্রশিবির সমর্থিত।
শেখ মুজিবুর রহমান হল: তিন পদেই শিবিরের জয়। ভিপি পদে মো. মুসলেমুর রহমান, জিএস পদে আহমেদ আল সাবাহ ও এজিএস পদে মুশফিক তাজওয়ার মাহি নির্বাচিত হয়েছেন।
শহীদ সার্জেন্ট জহুরুল হক হল: ভিপি পদে আহসান হাবিব ইমরোজ (শিবির সমর্থিত), জিএস পদে খালেদ হোসেন (গণতান্ত্রিক ছাত্রসংসদ) ও এজিএস পদে ফারহাজ বিন নুর নিশাত (স্বতন্ত্র)।
সূর্যসেন হল: ভিপি পদে আজিজুল হক (স্বতন্ত্র), জিএস পদে মোখলেছুর রহমান জাবির (শিবির সমর্থিত) এবং এজিএস পদে মো. রিয়াজউদ্দীন সাকিব (শিবির সমর্থিত)।
বিজয় একাত্তর হল: তিন পদেই শিবিরের জয়। ভিপি পদে হাসান আল বান্নাহ, জিএস পদে আশিক বিল্লাহ ও এজিএস পদে ইমরান হোসাইন।
মুক্তিযোদ্ধা জিয়াউর রহমান হল: ভিপি পদে মো. মহিউদ্দিন (স্বতন্ত্র), জিএস পদে আসিফ ইমাম (শিবির সমর্থিত) ও এজিএস পদে মো. ফোজায়েল আহমেদ (শিবির সমর্থিত)।
কবি জসিমউদ্দীন হল: ভিপি পদে মুহাম্মদ ওসমান গনী, জিএস পদে মাসুম আবদুল্লাহ ও এজিএস পদে হিজবুল্লাহ আল হিজুল- তিনজনই শিবির সমর্থিত।
জগন্নাথ হল: ভিপি পদে পল্লব চন্দ্র বর্মন (ছাত্রদল), জিএস পদে সুদীপ্ত প্রামাণিক (স্বতন্ত্র) ও এজিএস পদে জয় সরকার দীপ্ত (স্বতন্ত্র)।
অমর একুশে হল: ভিপি পদে মো. রবিউল ইসলাম, জিএস পদে মোহাম্মদ রবিউল ইসলাম ও এজিএস পদে উবায়দুর রহমান হাসিব- তিনজনই শিবির সমর্থিত।
সলিমুল্লাহ মুসলিম হল: ভিপি পদে মো. জায়েদুল হক জায়েদ (শিবির সমর্থিত), জিএস পদে সাদমান আবদুল্লাহ (ছাত্র অধিকার) ও এজিএস পদে শাহিন আলম (শিবির সমর্থিত)।
ড. মুহাম্মদ শহীদুল্লাহ হল: ভিপি পদে তারেকুল ইসলাম তারেক, জিএস পদে তৌকির হাসান ও এজিএস পদে ইব্রাহিম খলিল- তিনজনই শিবির প্রার্থী।
ফজলুল হক মুসলিম হল: তিন পদেই শিবিরের জয়। ভিপি পদে খন্দকার মো. আবু নাঈম, জিএস পদে ইমামুল হাসান ও এজিএস পদে মহসিন শাফী।
মেয়েদের হলে স্বতন্ত্র ও বাগছাসের প্রাধান্য
শামসুন্নাহার হল: ভিপি পদে কুররাতুল আইন কানিজ (স্বতন্ত্র), জিএস পদে সামিয়া মাসুদ মম (গণতান্ত্রিক ছাত্রসংসদ) ও এজিএস পদে নূরে জান্নাত সুজানা (স্বতন্ত্র)।
বঙ্গমাতা হল: ভিপি পদে তাসনিম আক্তার আলিফ নাবিলা, জিএস পদে মিফতাহুল জান্নাত রিফাত ও এজিএস পদে রূপা আক্তার নির্বাচিত হয়েছেন। (তাদের সাংগঠনিক পরিচয় নিশ্চিত হওয়া যায়নি।)
রোকেয়া হল: ভিপি পদে ফাতেমাতুল জান্নাত ইমা (স্বতন্ত্র), জিএস পদে সিনথিয়া মেহরিন সকাল (গণতান্ত্রিক ছাত্রসংসদ) ও এজিএস পদে আদিবা সাইমা খান (গণতান্ত্রিক ছাত্রসংসদ)।
কুয়েত মৈত্রী হল: ভিপি পদে রাফিয়া রহমান হৃদি, জিএস পদে নিশিতা জামান নিহা ও এজিএস পদে তানজিনা তামিম হাফসা- তিনজনই বাগছাস সমর্থিত।
কবি সুফিয়া কামাল হল: ভিপি পদে সানজানা চৌধুরী রাত্রি (স্বতন্ত্র), জিএস পদে রুকু খাতুন (গণতান্ত্রিক ছাত্রসংসদ) ও এজিএস পদে শিমু আক্তার (গণতান্ত্রিক ছাত্রসংসদ)।