ভারত সফরে গেলেন সন্তু লারমা

চলমান কূটনৈতিক টানাপোড়েনের মধ্যেই ভারত সফরে গেলেন পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতির সভাপতি ও পার্বত্য চট্টগ্রাম আঞ্চলিক পরিষদের চেয়ারম্যান জ্যোতিরিন্দ্র বোধিপ্রিয় লারমা ওরফে সন্তু লারমা।
শনিবার (৩ মে) দুপুরে ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া স্থলবন্দর দিয়ে দুইজন সফরসঙ্গী নিয়ে তিনি ভারত গমন করেন।
সফরের উদ্দেশ্য সম্পর্কে সাংবাদিকদের স্পষ্ট কিছু না বললেও সন্তু লারমার ব্যক্তিগত সহকারী শ্যামল জানান, ভারতের সঙ্গে তার দীর্ঘদিনের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক রয়েছে। এবার তিনি চিকিৎসা ও ধর্মীয় কাজে ভারত সফরে গেছেন।
সফরকালে আখাউড়া স্থলবন্দরের শূন্যরেখায় সন্তু লারমাকে বিদায় জানান আখাউড়া থানার পরিদর্শক (তদন্ত) শাহীনুর ইসলাম, আন্তর্জাতিক ইমিগ্রেশন চেকপোস্ট পুলিশের উপপরিদর্শক সোহেল মাহমুদ ও বিজিবি ক্যাম্পের কমান্ডার মোখলেছুর রহমান।