ভারতে মুক্তি পাচ্ছে না পাকিস্তানি অভিনেতা ফাওয়াদ খান অভিনীত সিনেমা ‘আবির গুলাল’

ভারতে মুক্তি পাচ্ছে না পাকিস্তানি অভিনেতা ফাওয়াদ খান অভিনীত বলিউড সিনেমা 'আবির গুলাল'। বৃহস্পতিবার (২৪ এপ্রিল) ভারতের কেন্দ্রীয় তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় সূত্রে এ তথ্য জানা যায়।
জম্মু ও কাশ্মীরের পেহেলগামে জঙ্গি হামলার ঘটনায় ভারতজুড়ে তীব্রক্ষোভের মধ্যে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এই হামলায় ২৫ জন পর্যটক এবং একজন কাশ্মীরিকে গুলি করে হত্যা করা হয়েছে।
এই সিনেমায় ফাওয়াদের বিপরীতে আছেন বলিউড অভিনেত্রী বাণী কাপুর। আগামী ৯ মে সিনেমাটি মুক্তি পাওয়ার কথা ছিল।
বিবেক বি আগরওয়াল প্রযোজিত এবং আরতি এস বাগদি পরিচালিত 'আবির গুলাল' নিয়ে চলতি মাসের শুরুতে প্রথম বিতর্ক শুরু হয়। সেসময় রাজ ঠাকরের নেতৃত্বাধীন মহারাষ্ট্র নবনির্মাণ সেনা (এমএনএস) নয়াদিল্লি ও ইসলামাবাদের মধ্যে সম্পর্কের অবনতির কথা উল্লেখ করে ভারতে সিনেমাটি মুক্তির বিরোধিতা করেছিলেন।
পেহেলগামে হামলার পর ফাওয়াদ খান অভিনীত সিনেমা মুক্তির বিরোধিতা আরও জোরালো হয়েছে।
ভারতের তথ্য মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, দেশটির বেশ কয়েকটি প্রেক্ষাগৃহ সিনেমাটি প্রদর্শনে অস্বীকৃতি জানায় এবং বেশ কয়েকটি বিনোদন সংগঠন সিনেমাটি বয়কটের দাবি তোলে।
সূত্র জানায়, এসব কারণ বিবেচনা করে এখন মন্ত্রণালয়ও সিনেমাটির মুক্তির অনুমতি না দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে।
এর আগে অভিনেতা ফাওয়াদ খান ইনস্টাগ্রামে দেওয়া এক স্টোরিতে বলেন, 'পেহেলগামে জঘন্য হামলার খবর শুনে আমি গভীরভাবে মর্মাহত। এই ভয়ংকর ঘটনার ভুক্তভোগীদের জন্য আমাদের দোয়া ও সমবেদনা রইল। এই কঠিন সময়ে তাদের পরিবারের সদস্যদের জন্য আমরা শক্তি ও সুস্থতা কামনা করি।'
এর আগে চলচ্চিত্র শিল্পীদের সংগঠন ফেডারেশন অব ওয়েস্টার্ন ইন্ডিয়া সিনে এমপ্লয়িজ সিনেমাটি বয়কটের দাবি তোলে।
২০১৯ সালে পুলওয়ামায় জঙ্গি হামলায় ৩৫ জন আধাসামরিক বাহিনীর সদস্য নিহত হওয়ার পর ভারতীয় ফিল্ম ইন্ডাস্ট্রিতে পাকিস্তানি শিল্পী, গায়ক ও টেকনিশিয়ানদের বয়কট করার ডাক দিয়েছিল সংগঠনটি।
পেহেলগামে হামলার পর ফেডারেশন অব ওয়েস্টার্ন ইন্ডিয়া সিনে এমপ্লয়িজ তাদের আগে ঘোষিত নির্দেশনা পুনরায় জোরালোভাবে কার্যকর করে। এমনকি এই ইস্যুতে তারা একটি বিবৃতিও প্রকাশ করেছে।
ফাওয়াদ খান এর আগেও বলিউডে তিনটি জনপ্রিয় ছবিতে অভিনয় করেছেন- 'খুবসুরাত' (২০১৪), 'কাপুর অ্যান্ড সন্স' (২০১৬), এবং 'অ্যায় দিল হ্যায় মুশকিল' (২০১৬)। প্রতিটি ছবিতেই তার অভিনয় প্রশংসিত হয়েছিল।
তবে ২০১৬ সালে উরি সন্ত্রাসী হামলায় ১৯ জন ভারতীয় সেনা নিহত হওয়ার পর, পাকিস্তানি শিল্পীদের ভারতীয় চলচ্চিত্র ও সঙ্গীত ইন্ডাস্ট্রিতে কাজ করা নিষিদ্ধ করা হয়।
তখন ভারতে জনপ্রিয়তা শীর্ষে থাকা ফাওয়াদ খান করণ জোহরের 'এ দিল হ্যায় মুশকিল' ছবিতে অভিনয় করায় তীব্র প্রতিক্রিয়ার মুখে পড়ে। এর জেরে করণ জোহর প্রকাশ্যে দুঃখপ্রকাশ করেন এবং ভবিষ্যতে আর পাকিস্তানি শিল্পীদের সঙ্গে কাজ না করার প্রতিশ্রুতি দেন।
এছাড়াও, বলিউড সুপারস্টার শাহরুখ খানের ২০১৭ সালের চলচ্চিত্র 'রইস'-এ পাকিস্তানি অভিনেত্রী মাহিরা খান অভিনয় করায় ছবিটি নিয়েও বিতর্কের সৃষ্টি হয়।