পহেলগামে হামলা: পাকিস্তানি নাগরিকদের ৩ দিনের মধ্যে ভারত ছাড়ার নির্দেশ

কাশ্মীরের পহেলগামে পর্যটন এলাকায় ভয়াবহ হামলায় ২৬ জন নিহত হওয়ার পর ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় দেশটিতে বসবাসকারী পাকিস্তানি নাগরিকদের তিন দিনের মধ্যে ভারত ছাড়তে বলেছে। খবর এনডিটিভির
আজ বৃহস্পতিবার এক বিবৃতিতে বলা হয়, '২৭ এপ্রিল (রোববার) থেকে পাকিস্তানি নাগরিকদের জন্য ইস্যু করা সব বৈধ ভিসা বাতিল করা হলো। তবে মেডিকেল ভিসার বৈধতা থাকবে ২৯ এপ্রিল (মঙ্গলবার) পর্যন্ত। বর্তমানে যেসব পাকিস্তানি নাগরিক ভারতে অবস্থান করছেন, তাদের উল্লিখিত সময়ের ভারত ত্যাগ করতে হবে।'
বিবৃতিতি ভারতীয়দের পাকিস্তান ভ্রমণ না করার জন্য জোরালো পরামর্শ দেওয়া হয়েছে।
এদিকে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি বলেছেন, হামলাকারীরা যেখানেই থাকুক না কেন, তাদের খুঁজে বের করা হবে এবং উপযুক্ত শাস্তি নিশ্চিত করা হবে।
তিনি বলেন, সন্ত্রাসবাদ ভারতের মনোবলকে কখনোই ভাঙতে পারবে না। ভারত ক্ষতিগ্রস্তদের পরিবারের পাশে দাঁড়িয়েছে। হামলাকারীদের এমন শাস্তি দেওয়া হবে যা তাদের কল্পনারও বাইরে।
উল্লেখ্য, গত মঙ্গলবার পহেলগাম শহরের বৈসরণের তৃণভূমিতে পর্যটকদের ওপর হামলা চালায় বন্দুকধারীরা। এতে অন্তত ২৬ জন নিহত ও আরও ডজনখানেক আহত হন। পরে দ্য রেজিস্ট্যান্স ফ্রন্ট (টিআরএফ) নামের একটি সংগঠন এক টেলিগ্রাম বার্তায় এ হামলার দায় স্বীকার করে।