ব্রাহ্মণবাড়িয়ায় সড়ক দুর্ঘটনায় নিহত ৪, মোটরসাইকেল-অটোরিকশার সংঘর্ষ

ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগরে দুটি মোটরসাইকেল ও একটি সিএনজি চালিত অটোরিকশার ত্রিমুখী সংঘর্ষে চারজন নিহত হয়েছেন।
রোববার (৩ আগস্ট) বিকেল ৫টার দিকে উপজেলার রামপুর এলাকায় ঢাকা-সিলেট মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে। এতে আহত হয়েছেন আরও চারজন।
খাটিহাতা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জাহাঙ্গীর আলম জানান, রামপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে মাধবপুরগামী একটি সিএনজি চালিত অটোরিকশার সঙ্গে বিপরীত দিক থেকে আসা দুটি মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই মোটরসাইকেলের চার আরোহী নিহত হন।
তাৎক্ষণিকভাবে হতাহতদের নাম-পরিচয় জানা যায়নি। নিহতদের মরদেহ জেলা সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।