জম্মু-কাশ্মীরের উদমপুরে জঙ্গীদের সঙ্গে ভারতীয় বাহিনীর লড়াই, নিহত ১ সেনা

জম্মু-কাশ্মীরের উদমপুর জেলায় বৃহস্পতিবার (২৪ এপ্রিল) সশস্ত্র জঙ্গীদের সঙ্গে নিরাপত্তা বাহিনীর সংঘর্ষে এক সেনা জওয়ান নিহত হয়েছেন বলে জানিয়েছে কর্তৃপক্ষ।
ভারতীয় সেনাবাহিনীর হোয়াইট নাইট কোর জানিয়েছে, 'সুনির্দিষ্ট গোয়েন্দা তথ্যের ভিত্তিতে আজ উদমপুর জেলার বসন্তগড়ে জম্মু-কাশ্মীর পুলিশকে সঙ্গে নিয়ে একটি যৌথ অভিযান চালানো হয়। অভিযানের সময় সন্ত্রাসীদের সঙ্গে সরাসরি সংঘর্ষ শুরু হয়।'
তারা জানায়, 'সন্ত্রাসীদের সঙ্গে তীব্র বন্দুকযুদ্ধ শুরু হয়।'
সেনাবাহিনী আরও জানায়, 'আমাদের এক সাহসী জওয়ান বন্দুকযুদ্ধে গুরুতর জখম হন এবং চিকিৎসকদের সর্বোচ্চ চেষ্টার পরও তিনি শহিদ হন।'
সম্প্রতি জম্মু-কাশ্মীরের পেহেলগামে জঙ্গি হামলায় ২৮ জন নিহত এবং বহু মানুষ আহত হওয়ার জেরে এই অভিযান চালানো হয়।
অন্যদিকে, পুঞ্চ জেলার লাসানা অঞ্চলের জঙ্গলে জঙ্গীদের খোঁজে রোমিও ফোর্স ও স্পেশাল অপারেশনস গ্রুপ (এসওজি) বৃহস্পতিবারও যৌথ অভিযান চালিয়ে যাচ্ছে। আজ নিয়ে টানা দশম দিন এই অভিযান চলছে।
ধারণা করা হচ্ছে, ওই এলাকায় বেশ কিছু সন্ত্রাসী লুকিয়ে রয়েছে।