পহেলগাঁওয়ে হামলা: পাকিস্তানকে জড়ানোর ভারতীয় প্রচেষ্টার বিরুদ্ধে সিনেটে প্রস্তাব পাশ

কাশ্মীরের পহেলগাঁওয়ে সম্প্রতি জঙ্গি হামলায় পাকিস্তানকে জড়ানোর ভারতীয় প্রচেষ্টার বিরুদ্ধে কঠোর আপত্তি জানিয়ে দেশটির সিনেট আজ শুক্রবার (২৫ এপ্রিল) একটি প্রস্তাব পাস করেছে।
পহেলগাঁওয়ে সশস্ত্র হামলায় পর্যটকদের ওপর গুলি চালানো হয়। এতে অন্তত ২৬ জন নিহত হন। তাদের মধ্যে একজন নেপালের নাগরিক। এছাড়া আরও ১৭ জন আহত হন।
বৃহস্পতিবার ইসলামাবাদে অনুষ্ঠিত জাতীয় নিরাপত্তা কমিটির (এনএসসি) এক বৈঠকে 'পহেলগাঁওয়ে মতো ঘটনাকে রাজনৈতিক উদ্দেশ্য চরিতার্থ করার জন্য কৃত্রিম নাটক সাজানো ও প্রতিক্রিয়াশীল দোষারোপের চর্চা থেকে বিরত থাকার জন্য' ভারতের প্রতি আহ্বান জানানো হয়।
পাকিস্তানের উপ-প্রধানমন্ত্রী ইসহাক দার উত্থাপিত প্রস্তাবে বলা হয়, পাকিস্তান যেকোনো আগ্রাসন, যেমন পানি নিয়ে সন্ত্রাস বা সামরিক উসকানির বিরুদ্ধে নিজের সীমা ও সার্বভৌমত্ব রক্ষায় পুরোপুরি সক্ষম ও প্রস্তুত।
প্রস্তাব অনুযায়ী, সিনেট জানিয়েছে যে নিরপরাধ মানুষ হত্যা পাকিস্তানের মূল্যবোধের পরিপন্থি।
সিনেট আরও বলেছে, ২০২৫ সালের ২২ এপ্রিল ভারতের বেআইনিভাবে অধিকৃত জম্মু ও কাশ্মীরে পহেলগাঁওয়ে হামলার সঙ্গে পাকিস্তানকে জড়ানোর সব ভিত্তিহীন ও মনগড়া চেষ্টাকে তারা প্রত্যাখ্যান করে।
এছাড়া, ভারত সরকারের 'পরিকল্পিত ও অসৎ প্রচারণার' মাধ্যমে তারা পাকিস্তানকে বদনাম করার চেষ্টার নিন্দা জানিয়ে সিনেট বলেছে, এটি সন্ত্রাসবাদ ইস্যুকে রাজনৈতিক স্বার্থে ব্যবহারের এক পুরোনো কৌশলের পুনরাবৃত্তি।
পাকিস্তানের সিনেট ভারতের একতরফাভাবে সিন্ধু পানি চুক্তি স্থগিত করার নিন্দা জানিয়ে বলেছে, এটি চুক্তির স্পষ্ট লঙ্ঘন এবং কার্যত যুদ্ধ ঘোষণার শামিল।
জঙ্গি হামলার পর পাকিস্তানের বিরুদ্ধে কড়া অবস্থান নিয়েছে ভারত। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির নেতৃত্বে বুধবার নিরাপত্তা সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির (সিসিএস) বৈঠকের পর সিন্ধু পানি চুক্তি স্থগিত করে নয়াদিল্লি।
ভারত সরকারের পক্ষ থেকে জানানো হয়, পাকিস্তান আন্তঃসীমান্ত সন্ত্রাস দমন না করা পর্যন্ত চুক্তিটি কার্যকর থাকবে না।
এছাড়া, পাকিস্তানকে কড়া বার্তা দিতে আটারি সীমান্তের ইন্টিগ্রেটেড চেকপোস্ট বন্ধ করে দেওয়া হয়েছে।
এদিকে, ভারতের কঠোর পদক্ষেপের জবাবে বৃহস্পতিবার পাকিস্তান ভারতের সঙ্গে আটারি-ওয়াঘা সীমান্তপথ বন্ধ, সিমলা চুক্তি স্থগিত, ভারতীয় কূটনীতিকদের বহিষ্কার, আকাশপথ ও বাণিজ্য বন্ধসহ একগুচ্ছ পাল্টা ব্যবস্থা ঘোষণা করেছে।