ভারত-পাকিস্তান সংঘাতে ফ্লাইট বাতিল এমিরেটস, ইতিহাদ ও কাতার এয়ারওয়েজের

পাকিস্তানে ভারতের ক্ষেপণাস্ত্র হামলার পর দেশটির আকাশসীমা সাময়িকভাবে বন্ধ ঘোষণা করা হয়েছে। একই সাথে মধ্যপ্রাচ্যের বেশ কয়েকটি এয়ারলাইন তাদের পাকিস্তানগামী সকল ফ্লাইট স্থগিত করেছে। এর মধ্যে রয়েছে এমিরেটস, ইতিহাদ এবং কাতার এয়ারওয়েজ। এছাড়া, উত্তর ভারতের বিমানবন্দরগুলো বন্ধ থাকায় অনেক ফ্লাইট রুটও বাধাগ্রস্ত হয়েছে।
এমিরেটস জানিয়েছে, আজ বুধবার (৭মে) দুবাই থেকে সিয়ালকোট, লাহোর, ইসলামাবাদ ও পেশোয়ারে যাত্রাবাহী সব ফ্লাইট বাতিল করা হয়েছে। নিজেদের ওয়েবসাইটে এমিরেটস জানায়, 'বাতিল হওয়া ফ্লাইট যাত্রীদের বিমানবন্দরে না যাওয়ার অনুরোধ করা হচ্ছে।'
তবে করাচিগামী ফ্লাইটগুলো নির্ধারিত সময় অনুযায়ী চালু থাকবে বলে জানিয়েছে সংস্থাটি।
এদিকে ইতিহাদ এয়ারওয়েজও বুধবার করাচি, লাহোর ও ইসলামাবাদগামী ফ্লাইট বাতিলের ঘোষণা দিয়েছে। এক বিবৃতিতে সংস্থাটি বলেছে, 'উল্লেখযোগ্য কিছু ফ্লাইটের রুট পরিবর্তন করে তা পুনরায় চালু করা হতে পারে। সেক্ষেত্রে যাত্রার সময় কিছুটা বাড়তে পারে।'
পাকিস্তানের আকাশসীমা সাময়িকভাবে বন্ধ থাকায় কাতার এয়ারওয়েজও তাদের সমস্ত ফ্লাইট স্থগিত করেছে। সংস্থাটি জানায়, 'আমরা পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছি। আমাদের যাত্রী ও ক্রুদের নিরাপত্তাকেই সর্বোচ্চ অগ্রাধিকার দেওয়া হচ্ছে।'
এদিকে, স্পাইসজেট এবং ইন্ডিগোর মতো ভারতীয় বিমান সংস্থাগুলো উত্তর ভারতের গন্তব্যে আসা-যাওয়ায় ভ্রমণ সতর্কতা জারি করেছে।
স্পাইসজেট জানায়, 'চলমান পরিস্থিতির কারণে, ধর্মশালা, লেহ, জম্মু, শ্রীনগর এবং অমৃতসরসহ উত্তর ভারতের কিছু অংশে বিমানবন্দরগুলো পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত বন্ধ থাকবে। ফ্লাইটের সময়সূচী, আগমন এবং পরবর্তী ফ্লাইটগুলোতে এর প্রভাব পড়তে পারে। যাত্রীদের সেই অনুযায়ী তাদের যাত্রা পরিকল্পনা এবং ফ্লাইটের স্ট্যাটাস চেক করার পরামর্শ দেয়া হচ্ছে।'
ফ্লাইটরাডার ২৪-এর তথ্য অনুযায়ী, ভারত-পাকিস্তান উত্তেজনা বৃদ্ধির কারণে বুধবার একাধিক বড় বিমান সংস্থা ইউরোপগামী ফ্লাইটগুলো রুট পরিবর্তন বা বাতিল করেছে। পাকিস্তানের আকাশসীমা এড়াতে ২৫টিরও বেশি আন্তর্জাতিক ফ্লাইট এর রুট পরিবর্তন করা হয়েছে।