চট্টগ্রামে টেরিবাজারে কাপড়ের গুদামের আগুন নিয়ন্ত্রণে

চট্টগ্রামের পাইকারি কাপড়ের বাজার টেরিবাজারে কাপড়ের গুদামে লাগা আগুন নিয়ন্ত্রণে এসেছে। আজ রোববার রাত ৯টার দিকে ফায়ার সার্ভিসের কর্মীরা আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হন।
এর আগে আজ সন্ধ্যা সাড়ে ৭টার দিকে বাজারের ছয়তলা একটি ভবনে অবস্থিত ওই গুদামে আগুন লাগে।
বিষয়টি নিশ্চিত করে চট্টগ্রাম ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের উপ-সহকারী পরিচালক মোহাম্মদ আবদুল্লাহ জানান, টেরিবাজারের একটি ছয়তলা ভবনের দ্বিতীয় তলায় অবস্থিত কাপড়ের গুদামে সন্ধ্যা ৭টা ৩৫ মিনিটে আগুনের সূত্রপাত হয়।খবর পেয়ে ৭টা ৪০ মিনিটে ফায়ার সার্ভিসের ছয়টি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণের কাজ শুরু করে। প্রায় দেড় ঘণ্টা চেষ্টার পর রাত ৯টার দিকে আগুন নিয়ন্ত্রণে আসে।
তিনি বলেন, আগুনের সূত্রপাত ও ক্ষয়ক্ষতির বিষয়ে পরে জানানো হবে।