চট্টগ্রামে কনসার্টে ‘জয় বাংলা’ স্লোগানকে কেন্দ্র করে সংঘর্ষ, গুলিবিদ্ধ ১

চট্টগ্রামে এক কনসার্টে 'জয় বাংলা' স্লোগানকে কেন্দ্র করে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে গুলিবিদ্ধ হয়ে একজন আহত হয়েছেন।
গতকাল (১১ অক্টোবর) রাত সাড়ে ৮টার দিকে নগরীর খুলশি এলাকার জিইসি কনভেনশন সেন্টারে অনুষ্ঠিত 'ফান অ্যান্ড রক ফেস্ট' নামে এক কনসার্ট অনুষ্ঠানে ঘটনাটি ঘটে।
সংঘর্ষ ও ভাঙচুরের সময় পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ গুলি চালায়। এতে ২৩ বছর বয়সী মো. শরিফ গুলিবিদ্ধ হন। পরে তাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে (চমেক) ভর্তি হয়।
মো. শরিফকে হাসপাতালে নিয়ে যাওয়া নাঈম বলেন, "হঠাৎই কনসার্টে বিশৃঙ্খলা শুরু হয়। তখন পুলিশ গুলি চালালে শরিফ আহত হয়।"
চমেক পুলিশ ফাঁড়ির ইনচার্জ নূরে আলম আশিক জানান, দুইজন আহত হয়েছেন—এর মধ্যে একজন গুলিবিদ্ধ।
সিএমপি উত্তর বিভাগের উপকমিশনার আমিরুল ইসলাম বলেন, "পরিস্থিতি এখন নিয়ন্ত্রণে আছে। ঘটনার কারণ খতিয়ে দেখা হচ্ছে।"
রাত ১টা পর্যন্ত জিইসি কনভেনশন সেন্টার ও আশপাশের এলাকায় উত্তেজনা বিরাজ করছিল। পরবর্তী অস্থিরতা ঠেকাতে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।
প্রত্যক্ষদর্শীরা জানান, জনপ্রিয় ব্যান্ড আর্টসেলের অংশগ্রহণে আয়োজিত ওই কনসার্টে বিপুল সংখ্যক দর্শক উপস্থিত ছিলেন। সংঘর্ষ শুরু হলে মাঝপথেই অনুষ্ঠান বন্ধ করে দেওয়া হয়।
সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা গেছে, সংঘর্ষের কিছুক্ষণ আগে মঞ্চের সামনে কয়েকজন দর্শক 'জয় বাংলা' ও 'শেখ হাসিনা' স্লোগান দেন। এরপর মুহূর্তেই পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে—ভাঙচুর, চিৎকার আর গুলির শব্দে বিশৃঙ্খলা ছড়িয়ে পড়ে।
অংশগ্রহণকারীদের বরাত দিয়ে জানা গেছে, বহিষ্কৃত ছাত্রলীগ কর্মীদের একটি দল আওয়ামী লীগপন্থী স্লোগান দিতে শুরু করলে ছাত্রদল সমর্থকদের সঙ্গে উত্তেজনা দেখা দেয়। পরে দুই পক্ষের মধ্যে বাগ্বিতণ্ডা থেকে সংঘর্ষ শুরু হয় এবং একপর্যায়ে একটি দল কনভেনশন সেন্টারের প্রধান গেট ভাঙার চেষ্টা করলে পুলিশ গুলি চালায়।