চট্টগ্রামে পুলিশ কমিশনারের কার্যালয়ের সামনে নিষিদ্ধ ছাত্রলীগের ঝটিকা মিছিল, আটক ৩

চট্টগ্রামে ঝটিকা মিছিল করেছে নিষিদ্ধঘোষিত সংগঠন ছাত্রলীগ ও কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতা-কর্মীরা। আজ বুধবার সকাল সাড়ে ১০টার দিকে নগরীর খুলশী থানার সিডিএ অ্যাভিনিউ সড়কে মিছিলটি বের করা হয়। এই সড়কের পাশে চট্টগ্রাম মহানগর পুলিশ কমিশনারের কার্যালয় অবস্থিত। আর কার্যালয়ের পাশেই দামপাড়া পুলিশ লাইন্স অবস্থিত।
ঝটিকা মিছিল করায় তিনজনকে আটক করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।
এক প্রত্যক্ষদর্শী জানান, আজ সকালে নগরীর এমএম আলী সড়কের মাথায় ২০ থেকে ২৫ জন জড়ো হয়ে বিক্ষোভ মিছিল বের করেন। তাদের হাতে থাকা ব্যানারে লেখা ছিল, 'শেখ হাসিনা ফিরবেই, বিজয় আসবেই।' ব্যানারের নিচে আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগের নাম লেখা ছিল। মিছিলটি পুলিশ কমিশনারের কার্যালয়ে পেরিয়ে দামপাড়া বাসস্ট্যান্ডে পৌঁছালে একটি পুলিশের গাড়ি দেখে ছত্রভঙ্গ হয়ে যায়।
ফেসবুকে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা যায়, ব্যানার নিয়ে স্লোগান দিয়ে মিছিল করছেন ২০ থেকে ২৫ জন।
জানতে চাইলে চট্টগ্রাম মহানগর পুলিশের অতিরিক্ত উপকমিশনার (পিআর অ্যান্ড মিডিয়া) স্রীমা চাকমা দ্য বিজনেস স্ট্যান্ডার্ডকে বলেন, আজ সকালে মিছিলটি বের করা হয়। এ ঘটনায় তিনজনকে আটক করা হয়েছে। অন্যদের শনাক্ত করার চেষ্টা চলছে।