চট্টগ্রামে পাসপোর্ট অফিসের পরিচালক সাইদুল ও তার স্ত্রীর জমি-ফ্ল্যাট জব্দ
চট্টগ্রামের বিভাগীয় পাসপোর্ট অফিসের পরিচালক মো. সাইদুল ইসলাম ও তার স্ত্রী শায়লা আক্তারের নামে ঢাকা, নরসিংদী, পাবনা ও গাজীপুরে থাকা ৬৩০ শতাংশ জমি ও ঢাকার মোহাম্মদপুরের ১ হাজার ৮৯৯ বর্গফুটের একটি ফ্ল্যাট জব্দের আদেশ দিয়েছেন আদালত।
দুদকের আবেদনের পরিপ্রেক্ষিতে আজ বুধবার ঢাকা মহানগর সিনিয়র স্পেশাল জজ মো. সাব্বির ফয়েজের আদালত এই আদেশ দেন। দুদকের পক্ষে উপসহকারী পরিচালক আবু মোহাম্মদ আনোয়ারুল মাসুদ এ আবেদন করেন।
সংশ্লিষ্ট আদালতে বেঞ্চ সহকারী মো রিয়াজ হোসেন এ তথ্য নিশ্চিত করেন।
তাদের বিরুদ্ধে জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জন ও মানিলন্ডারিংয়ের মামলা রয়েছে। জব্দ হওয়া জমির মধ্য সাইদুলের নামে আছে ২৩৩ শতাংশ ও তার স্ত্রীর নামে আছে ৩৯৭ শতাংশ।
আবেদনে বলা হয়, চট্টগ্রামের বিভাগীয় পাসপোর্ট অফিসের পরিচালক মো. সাইদুল ইসলাম জ্ঞাত আয়ের উৎসের সাথে অসঙ্গতিপূর্ণ ১ কোটি ১৯ লাখ ৪ হাজার ২৪০ টাকার সম্পদ অর্জন করেছেন। তার স্ত্রী শায়লা আক্তার নিজ নামে ১ কোটি ৪৪ লাখ ৭০ হাজার ৮৯৬ টাকা জ্ঞাত আয়ের উৎসের সাথে অসঙ্গতিপূর্ণ সম্পদ অর্জন করেছেন। তারা দুজন মোট ২ কোটি ৬৩ লাখ ৭৫ হাজার ১৩৬ টাকার জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জন করেছেন। এ টাকা হস্তান্তর, রূপান্তর ও স্থানান্তর করায় তাদের বিরুদ্ধে মামলা হয়েছে।
