তাইওয়ানকে 'ভুলভাবে চিহ্নিত' করায় চীনে ৬০ হাজার মানচিত্র জব্দ

আগস্টে হেবেই প্রদেশেও দুইটি মানচিত্র জব্দ করা হয়, যেখানে ‘তিব্বতের সীমান্ত ভুলভাবে আঁকা’ হয়েছিল বলে জানায় কর্তৃপক্ষ।