তারেক রহমানকে বরণে প্রস্তুত চট্টগ্রাম: পলোগ্রাউন্ডে জনসভার প্রস্তুতি সম্পন্ন, নিরাপত্তা জোরদার
প্রায় দুই দশক পর বন্দরনগরী চট্টগ্রামে আসছেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। আগামীকাল রবিবারের ঐতিহাসিক পলোগ্রাউন্ড মাঠের জনসভা ঘিরে ইতোমধ্যে সব প্রস্তুতি সম্পন্ন করেছে বিএনপি।
এই সফরকে কেন্দ্র করে চট্টগ্রাম মহানগরী জুড়ে নিশ্ছিদ্র ও কয়েক স্তরের নিরাপত্তা ব্যবস্থা গড়ে তোলা হয়েছে। আজ রাতেই তারেক রহমানের চট্টগ্রামে পৌঁছানোর কথা রয়েছে।
শনিবার (২৪ জানুয়ারি) দুপুরে পলোগ্রাউন্ড মাঠে জনসভার প্রস্তুতি দেখতে গিয়ে চট্টগ্রামের সিটি মেয়র ও বিএনপি নেতা ডা. শাহাদাত হোসেন বলেন, 'আগামীকালের সমাবেশ হবে মানুষের অধিকার আদায়ের সংগ্রামের সমাবেশ। বৈরি পরিবেশেও অতীতে আমরা এখানে ঐতিহাসিক সমাবেশ করেছি। বর্তমানে তারেক রহমানের স্বদেশ প্রত্যাবর্তনকে ঘিরে মানুষের মধ্যে যে উচ্ছ্বাস ও ইমোশন কাজ করছে, তাতে আগামীকাল পলোগ্রাউন্ড মাঠ জনসমুদ্রে পরিণত হবে।'
সরেজমিনে দেখা গেছে, নগরীর মুরাদপুর, কাজীর দেউরী, হকার্স মোড়, জিইসি, টাইগার পাস ও পলোগ্রাউন্ডের আশেপাশের এলাকায় পুলিশি টহল জোরদার করা হয়েছে। জনসভাস্থলে ১০০ ফুট দৈর্ঘ্য ও ৬০ ফুট প্রস্থের বিশাল মঞ্চ তৈরির কাজ প্রায় শেষ। দলীয় নেতা-কর্মীরা ব্যানার-ফেস্টুন নিয়ে মাঠে অবস্থান করছেন এবং পুরো এলাকায় এক ধরনের উৎসবমুখর পরিবেশ বিরাজ করছে।
নিরাপত্তা নিশ্চিত করতে সিএমপি কমিশনার হাসিব আজিজ এক গণবিজ্ঞপ্তিতে বেশ কিছু নিষেধাজ্ঞা জারি করেছেন।
২৪ ও ২৫ জানুয়ারি চট্টগ্রাম মহানগর এলাকায় কোনো ধরনের ড্রোন উড্ডয়ন সম্পূর্ণ নিষিদ্ধ করা হয়েছে। এছাড়া কোনো ব্যক্তি আগ্নেয়াস্ত্র, তলোয়ার, লাঠি, বিস্ফোরক দ্রব্য বা ইট-পাথর বহন করতে পারবেন না।
একই সঙ্গে রাষ্ট্রের নিরাপত্তাবিরোধী কোনো কিছু প্রদর্শন বা প্রচারের ওপর কঠোর নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে।
চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ (সিএমপি) জানায়, জনসভা ঘিরে মঞ্চসহ পুরো এলাকায় তিন স্তরের নিরাপত্তা ব্যবস্থা থাকবে। পোশাকধারী পুলিশের পাশাপাশি সাদা পোশাকে বিপুল সংখ্যক সদস্য দায়িত্ব পালন করবেন। মঞ্চ তৈরির কাজ শেষ হলে ডগ স্কোয়াডের মাধ্যমে পুরো এলাকা তল্লাশি চালানো হবে।
সার্বিক নিরাপত্তা প্রসঙ্গে মহানগর পুলিশের সহকারী কমিশনার (গণমাধ্যম) আমিনুর রশীদ বলেন, 'সমাবেশকে ঘিরে আইনশৃঙ্খলা বাহিনীর আড়াই থেকে ৩ হাজার সদস্য মোতায়েন থাকবে। আজ থেকেই নগরীতে নিরাপত্তা জোরদার করা হয়েছে। আমরা আমাদের সর্বশক্তি দিয়ে কাজ করে যাচ্ছি যাতে কোনো অপ্রীতিকর ঘটনা না ঘটে।'
