ঢাকা থেকে ফেরার পথে চট্টগ্রামের ভাটিয়ারীতে তেলের ট্রেন লাইনচ্যুত

চট্টগ্রামের ভাটিয়ারীতে তেল বহনের একটি ট্রেন লাইনচ্যুত হয়েছে। ঘটনার সময় ওয়াগনগুলো খালি অবস্থায় চট্টগ্রামে ফিরছিল।
বুধবার (১ অক্টোবর) বেলা ১টার দিকে এ দুর্ঘটনা ঘটে। জানা গেছে, ট্রেনটি ঢাকায় তেল খালাস করে চট্টগ্রামে ফিরছিল।
রেলওয়ের বিভাগীয় (চট্টগ্রাম) পরিবহন কর্মকর্তা আনিসুর রহমান দ্য বিজনেস স্ট্যান্ডার্ড-কে বলেন, '৩২টি ওয়াগন নিয়ে ট্রেনটি ঢাকা থেকে ফিরছিল। বেলা ১টার দিকে ভাটিয়ারী রেলপথে লাইনচ্যুত হয়েছে ট্রেনটি। দুটি ওয়াগন আংশিক লাইনচ্যুত হয়েছে। এটি উদ্ধারে কাজ চলছে। আশা করছি বিকাল সাড়ে ৪টার মধ্যে উদ্ধার সম্ভব হবে। কেন লাইনচ্যুত হয়েছে, তা তদন্তের পর বলা যাবে।'
ট্রেন লাইনচ্যুত হওয়ার কারণে ট্রেন চলাচলে কোনো ব্যাঘাত ঘটেনি বলে জানান আনিসুর রহমান।