রাতভর ভারী বৃষ্টিতে ঢাকায় জলাবদ্ধতা, যাত্রীদের ভোগান্তি

গতকাল (৩০ সেপ্টেম্বর) রাত থেকে আজ (১ অক্টোবর) ভোর পর্যন্ত মুষলধারে বৃষ্টি ও বজ্রসহ বৃষ্টিপাতে ঢাকার রাস্তাঘাট পানিতে তলিয়ে গেছে। এতে সকাল থেকেই রাজধানীবাসীর দৈনন্দিন জীবন ব্যাপকভাবে ব্যাহত হচ্ছে।
গতকাল বিকেল থেকে থেমে থেমে হতে থাকা বৃষ্টি ভোরের দিকে আরও তীব্র হয়। এতে ঢাকার বেশ কিছু নিচু এলাকা পানিতে তলিয়ে যাওয়ায় যান চলাচল ব্যাহত হচ্ছে।
সবচেয়ে বেশি দুর্ভোগে পড়েছেন অফিসগামীরা। কেউ হাঁটুসমান পানি পার হয়ে কর্মস্থলে পৌঁছেছেন, আবার অনেকে সময়মতো পৌঁছাতে পারেননি।
পথচারীদের অনেককেই ভিজতে ভিজতে গন্তব্যে যেতে দেখা গেছে। জলাবদ্ধ রাস্তায় গণপরিবহনও ঠিকমতো চলতে পারছে না।
বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর (বিএমডি) গতকালের (৩০ সেপ্টেম্বর) পূর্বভাসে জানায়, আগামী ২৪ ঘণ্টায় ঢাকাসহ দেশের বিভিন্ন বিভাগে হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টিপাত হতে পারে। কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী বর্ষণও হতে পারে।
আবহাওয়া অফিসের বুলেটিনে বলা হয়েছে, ময়মনসিংহ, ঢাকা ও সিলেট বিভাগে অনেক স্থানে এবং রংপুর, রাজশাহী, খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের কিছু স্থানে অস্থায়ী দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টিপাত হতে পারে। দেশের বিভিন্ন স্থানে মাঝারি ধরনের ভারী বর্ষণও হতে পারে।
এছাড়া, দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে, তবে রাতের তাপমাত্রা ১ থেকে ২ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত কমতে পারে।
আবহাওয়াবিদরা জানান, পূর্ব উত্তরপ্রদেশ, বিহার, পশ্চিমবঙ্গ হয়ে আসাম পর্যন্ত উত্তরাঞ্চলীয় বাংলাদেশের ওপর দিয়ে একটি লঘুচাপের বর্ধিতাংশ বিস্তৃত রয়েছে। বর্তমানে মৌসুমী বায়ু বাংলাদেশে কম সক্রিয় থাকলেও উত্তর বঙ্গোপসাগরে তা মাঝারি অবস্থায় রয়েছে।
বার্তায় আরও বলা হয়েছে, আগামী ২৪ ঘণ্টার মধ্যে উত্তর বঙ্গোপসাগর ও সংলগ্ন মধ্য বঙ্গোপসাগরে একটি লঘুচাপ সৃষ্টির আশঙ্কা রয়েছে, যা দেশে বৃষ্টিপাত বাড়াতে পারে।