এশিয়া কাপ বাতিল হয়ে গেছে, বলছেন গাঙ্গুলি

এশিয়া কাপকে সামনে রেখে অনুশীলন শুরুর কথা ভাবছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। সেপ্টেম্বরে সংযুক্ত আরব আমিরাতে অনুষ্ঠেয় আসরটির সূচি নির্ধারণ হয়ে গেলেই অনুশীলন শুরু করে দেওয়া হবে বলে কয়েকদিন আগে জানিয়েছিলেন বিসিবির ক্রিকেট অপারেশন্স কমিটির চেয়ারম্যান আকরাম খান। কিন্তু আসরটিই এ বছর আর হচ্ছে না!
এমনই ঘোষণা দিয়েছেন বোর্ড অব কন্ট্রোল ফর ক্রিকেট ইন ইন্ডিয়ার (বিসিসিআই) সভাপতি সৌরভ গাঙ্গুলি। ভারতের সাবেক এই অধিনায়ক জানিয়েছেন, এবারের এশিয়া কাপ বাতিল হয়ে গেছে। সামাজিক যোগাযোগমাধ্যম ইনস্টাগ্রামের একটি লাইভ শোতে এই ঘোষণা দেন তিনি।
৯ জুলাই এশিয়ান ক্রিকেট কাউন্সিলের (এসিসি) সভা অনুষ্ঠিত হওয়ার কথা। এর আগেরদিন এশিয়া কাপ নিয়ে এমন সিদ্ধান্তের কথা জানালেন গাঙ্গুলি। তিনি বলেছেন, 'এশিয়া কাপ বাতিল হয়ে গেছে।' তবে এটা এসিসির সিদ্ধান্ত কিনা, তা নিয়ে পরিষ্কার করে কিছু বলেননি তিনি।
সংযুক্ত আরব আমিরাতে আগামী সেপ্টেম্বরে টি-টোয়েন্টি সংস্করণে এবারের এশিয়া কাপ অনুষ্ঠিত হওয়ার কথা। যদিও এশিয়া কাপ আয়োজন করার কথা ছিল পাকিস্তানের। কিন্তু ভারত দেশটিতে সফর করতে না চাওয়ায় আসরটি সরিয়ে নেওয়া হয়।
অবশ্য আয়োজক হিসেবে শ্রীলঙ্কার নামও শোনা গেছে। শ্রীলঙ্কা ক্রিকেটের সভাপতি শাম্মি সিলভা জানিয়েছিলেন, এশিয়া কাপ আয়োজন করতে আইসিসির সবুজ সঙ্কেত পেয়েছেন তারা। তিনি বলেছিলেন, 'পিসিবির সঙ্গে কথা হয়েছে আমাদের। এশিয়া কাপ আয়োজনের ব্যাপারটি তারা আমাদের হাতে তুলে দিয়েছে। এ ছাড়া আইসিসি আমাদেরকে টুর্নামেন্ট আয়োজনে সবুজ সঙ্কেত দিয়েছে।'
সৌরভ গাঙ্গুলি ঘোষণা দিলেও এটি আনুষ্ঠানিক কিছু নয়। এ ব্যাপারে বৃহস্পতিবার আনুষ্ঠানিক ঘোষণা আসতে পারে। এশিয়া কাপ বাতিল হয়ে গেলে বাংলাদেশের ক্রিকেটারদের মাঠে ফেরার অপেক্ষা আরও বাড়বে। কারণে দ্বিপক্ষীয় সব সিরিজিই স্থগিত হয়ে গেছে। এশিয়া কাপই ছিল একমাত্র টুর্নামেন্ট, যে টুর্নামেন্টকে সামনে রেখে অনুশীলন শুরুর কথা ভাবছিল বিসিবি।